সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৬ ডিসেম্বর: অজি পেস অ্যাটাকের সামনে ফের ভরাডুবি ভারতের। অস্ট্রেলিয়ার ৪৪৫ রান তাড়া করতে নেমে ভারত অর্ধশত রান পার করতেই খোয়াল ৪ উইকেট। ফের ব্যাট হাতে ব্যর্থ ভারতীয় ওপেনার যশস্বী। পার্থ টেস্টের পর থেকেই আর ছন্দে ফেরার সুযোগই পাচ্ছেন না তিনি। আরও তলানিতে শুভমান গিলের পারফরমেন্স। দুই সংখ্যার রান ছুঁতে পারলেন না বিরাট কোহলিও। তিনি ব্যাটে নামলেই বোলারদের কাছে এক ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়িয়েছে অফ স্ট্যাম্পের বাইরের বল। সঠিক গতিতে ওই লেন্থে বল করতে পারলেই তুলে নেওয়া যাবে কোহলি উইকেট। হলও তাই, ফের একই ভাবে আউট হলেন কিংবদন্তি। অস্ট্রেলিয়ায় পা রাখতেই ছন্দ হারিয়েছেন পন্থও। এলমাত্র রাহুল ছাড়া পিচে সাবলীল দেখাচ্ছে না কাউকেই। সবে মাত্র মাঠে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা, তবে বৃষ্টির কারণে শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। এখনও ৩৯৪ রানে পিছিয়ে গৌতম গম্ভীরের ছেলেরা।
আরও পড়ুনঃ Premier League: ডার্বি জয় রেড ডেভিলসদের, রুবেল আমরিমেই শাপমোচন
রবিবার স্মিথ ও হেডের দাপটে গুঁড়ো হয়ে গিয়েছিল ভারতীয় বোলিং। এই নিয়ে কাল প্ৰশ্ন উঠেছিল ভারতীয় বোলিং বিভাগ নিয়ে। একমাত্র বুমরাহ ছাড়া বাকিরা কেউই তেমন কোনও ছাপ ছাড়তে ম্যাচে। বুমরাহ একাই নিয়েছেন ৬ টি উইকেট। তবে ৪০০ এর অধিল রান ভারত আগে কখনও তাড়া করেনি জেতেনি এমন নয়। বা হেরে গেলেও লক্ষ্যের নিকটে পৌঁছেছে মেন ইন ব্লু। তবে বর্তমান ভারতীয় দলে বলের থেকেও জোড়ালো প্রশ্ন উঠছে ব্যাটিং বিভাগ নিয়ে। বর্তমানে ব্যর্থতাই যেন হয়ে উঠেছে ভারতীয় ব্যাটারদের ধারাবাহিকতা। যশস্বী প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস বাদ দিলে বাকি গুলোয় ছাপ ফেলতে ব্যর্থ, একই অবস্থা দলের অন্যতম স্তম্ভ বিরাট কোহলির, বহুদিন ধরেই বড় রান খুঁজে চলেছেন শুভমান গিল, অস্ট্রেলিয়ায় পা রাখতেই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন রিসভ পন্থও। গত ম্যাচে ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, এই ম্যাচে এখনও পর্যন্ত ভাল দেখাচ্ছে একমাত্র কে এল রাহুলকে। এভাবে বারংবার ব্যাটিং বিপর্যয় হতে থাকলে ভারতীয় টেস্টে দলের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ক্রিকেট বোদ্ধারা।
আরও পড়ুনঃ শীর্ষ স্থান পেয়েও খুশি নন কোচ মলিনা! ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু
বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপে খেলার জন্য এই টেস্ট জেতা ভারতের কাছে অপরিহার্য। তবে ব্যাটিংয়ে বিশেষ কিছু করতে না পারলে অজিদের দেওয়া রানের পাহাড় ভাঙা সম্ভব নয়। কার্যত বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ যে হাতের বাইরে চলে যাচ্ছে তা নিয়ে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন ভারতীয় সমর্থকেরা। সোমবার রাহুল-রোহিতের জুটি ভারতকে খেলায় ফেরাতে পারে কি না, দেখতে মুখিয়ে আছেন সমর্থকেরা।
More Stories
দ্বিতীয় ম্যাচে পরিবর্তন হবে ভারতীয় দলে! কারা যেতে পারেন বাদ?
ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ
কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক