সময় কলকাতা ডেস্ক:- আইপিএল শুরুর আগেই শহর জুড়ে সক্রিয় টিকিট কালোবাজারির চক্র। সেই চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন এক মহিলা। গিরিশ পার্ক থানায় এ নিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন। তদন্তে নেমে দু’জনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নিউ মার্কেট চত্বর থেকে গ্রেফতার আরও এক।আইপিএল-এর টিকিট কালোবাজারির অভিযোগ এই প্রথম নয়। প্রতি বছরই এ ধরনের একাধিক অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে একাধিক লোককে গ্রেপ্তারও করে পুলিশ। ২০২৫ সালের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। শনিবার সেই ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের টিকিটের জন্য ইতিমধ্যেই হাহাকার পড়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে বাজারে নেমে পড়েছে টিকিট কালোবাজারি চক্র।
জানা গিয়েছে
ব্ল্যাকে টিকিট বিক্রির জন্য সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিয়েছিল আশিস শর্মা নামের এক ব্যক্তি। তা দেখেই আশিসের সঙ্গে দেখা করেন শেঠ বাগান লেনের এক বাসিন্দা। তাঁকে আশিস নামে ওই ব্যক্তি ফোনে জানান, টিকিট রয়েছে, কিন্তু বেশি দাম দিতে হবে। ক্রিকেটপ্রেমী ওই মহিলা তাতেই রাজি হয়ে যান। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচের টিকিট নেওয়ার জন্য পীযূষ মহেন্দ্র নামে একজনের সঙ্গে দেখা করেন গিরিশ পার্কের কাছে। তাঁকে ২০ হাজার টাকা দেওয়ার পর ওই মহিলাকে একটি খাম দেন ওই পীযূষ । সেই খাম খুলে ওই মহিলা দেখেন তাঁকে ২ হাজার টাকা মূল্যের মাত্র ২টি টিকিট দেওয়া হয়েছে।
মহিলার অভিযোগ, যে দামের যতগুলি টিকিট তাঁকে দেওয়ার কথা ছিল, তা তাঁকে দেওয়া হয়নি। আশিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ওই মহিলা। কিন্তু আশিস ফোন ধরেনি বলে অভিযোগ। এর পর বিষয়টি নিয়ে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এরপর কাস্টমার সেজে শুক্রবার পীযূষ মহেন্দ্র এবং তাঁর সহযোগী কামাল হুসেনকে মিত্র লেন থেকে গ্রেপ্তার করে গিরিশ পার্ক থানার পুলিশ। তাঁদের থেকে মোট ১৭টি টিকিট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ৬০০ টাকা উদ্ধার হয়। এই ঘটনার সূত্রে ধরেই শনিবার নিউ মার্কেট এলাকায় থেকে শাহবাজ খান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকেও আইপিএল-এর ৬টি টিকিট উদ্ধার হয়েছে।
More Stories
হায়দরাবাদের পাঁচ তারা হোটেলে আগুন! ওই হোটেলেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ টিম
সাফল্য পাবেন অধিনায়ক ধোনি? চেন্নাই-কলকাতা ম্যাচ বাজিমাত করবেন কে?
ফের দিবালোকে প্রকাশ্যে বালি চুরির ঘটনা মালদায়