সময় কলকাতা ডেস্ক:- শাসক-বিরোধী দীর্ঘ বাদানুবাদের পর সংসদের উভয় কক্ষেই পাশ ওয়াকফ সংশোধনী বিল। এবার অপেক্ষা রাষ্ট্রপতির অনুমোদনের। তারপরেই বিল আইনে পরিণত হবে। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিজেপির আরও একটি প্রতীক্ষিত এজেন্ডার বাস্তবায়ন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাইল্যান্ড থেকেই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখলেন, “এটা ঐতিহাসিক মুহূর্ত। আর্থ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বড় পদক্ষেপ।”
বস্তুত, কাশ্মীরের ৩৭০ ধারার বিলুপ্তি, তিন তালাক বাতিল, ওয়াকফ বোর্ডের ক্ষমতা ছাঁটাই, অভিন্ন দেওয়ানি বিধি বিজেপি সহ সংঘের পুরনো এজেন্ডা। তিন তালাক ইতিমধ্যেই বাতিল করা হয়েছে আইন এনে। এবার ওয়াকফ বোর্ডের ডানা ছাঁটার কাজটিও সম্পন্ন হয়ে গেল। এবার দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুকরার পালা। ইতিমধ্যেই সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবির।
দু’দিনের দীর্ঘ বিতর্কের পর সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি সম্মতি দিলেই এই বিল আইনে পরিণত হবে। বিজেপির দাবি, এই বিল আইনে পরিণত হলে কোটি কোটি প্রান্তিক মুসলিম সমাজ উপকৃত হবেন। এতদিন ধরে গুটিকয়েক প্রভাবশালীর হাতে কুক্ষিগত ওয়াকফ সম্পত্তি মুক্ত হবে এবং সাধারণ মুসলিমরা উপকৃত হবেন।
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে থাইল্যান্ডের ব্যাংককে প্রধানমন্ত্রী। ওয়াকফ বিল নিয়ে সংসদের আলোচনায় তিনি অংশ নেননি। লোকসভায় বিজেপির তরফে এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন অমিত শাহ। আর রাজ্যসভায় নেতৃত্ব দিয়েছেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার ভোররাতে সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ হয়ে যেতেই প্রধানমন্ত্রী সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন, “সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়াটা ঐতিহাসিক মুহূর্ত। আর্থসামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে যে প্রয়াস চালাচ্ছি, সেদিকে উল্লেখযোগ্য পদক্ষেপ। যাঁরা দীর্ঘদিন ধরে প্রান্তিক হয়ে রয়েছেন, যাঁদের কণ্ঠস্বরে এতদিন গুরুত্ব দেওয়া হত না। এই বিল তাঁদের সাহায্য করবে।”
More Stories
বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?
সিলামপুর কিশোর হত্যা: ‘লেডি ডন’ জিকরা গ্রেপ্তার, তিনজনকে আটক
পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের এক মহিলা দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ