Home » SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন

SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর : কেন্দ্রে শাসক দল বিজেপির বিভিন্ন বিরোধী দলের হাজার আপত্তি ও টালবাহানা সত্ত্বেও নির্বাচন কমিশন বঙ্গসহ ১২ টি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর ঘোষণা জারি করে দিল। বিহারের পরে আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মত বঙ্গেও চালু হতে চলেছে SIR বা বিশেষ নিবিড় সংশোধন।

নির্বাচন কমিশন সোমবার ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে (UTs) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) দ্বিতীয় পর্ব ঘোষণা করেছে।
দ্বিতীয় পর্বের রাজ্যগুলির মধ্যে বঙ্গের পাশাপাশি তামিলনাড়ু এবং কেরালা রয়েছে।
১২টি রাজ্যে SIR বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ৫১ কোটি ভোটারকে আওতায় আনবে এবং ৪ নভেম্বর থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে, এমনটাই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন।

SIR-এর দ্বিতীয় পর্বের রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের  সম্পূর্ণ তালিকা:

আন্দামান ও নিকোবর

ছত্তিশগড়

গোয়া

গুজরাট

কেরালা

লাক্ষাদ্বীপ

মধ্যপ্রদেশ

পুদুচেরি

রাজস্থান

তামিলনাড়ু

উত্তরপ্রদেশ

পশ্চিমবঙ্গ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার,  সাংবাদিক বৈঠকের  সময়, রাজ্যে SIR সফলভাবে সম্পন্ন করার জন্য বিহারের জনগণকে ধন্যবাদ জানান। তিনি এও জানান,”বিহারের ভোটাররা উৎসাহ নিয়ে গণনায় অংশগ্রহণ  করেছিল। ফলস্বরূপ, একটিও আপিল দায়ের করা হয়নি। “

About Post Author