Home » কে এই আমন রাও? বিজয় হাজারে ট্রফিতে বার্তা দিলেন আমন

কে এই আমন রাও? বিজয় হাজারে ট্রফিতে বার্তা দিলেন আমন

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৭ জানুয়ারি : প্রতিভাবান বলা হলেও প্রথম দুটি ম্যাচে মাত্র ৫২ রান পেয়েছিলেন।  সবেমাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ছেলেটি। বিপক্ষে ভারতের হয়ে খেলা চার বোলার। ইনিংস শেষে ১৫৪ বলে ২০০ রান করে অপরাজিত থেকে গেলেন।  বাংলার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে বার্তা দিলেন আমন রাও। মঙ্গলবার হায়দ্রাবাদের ২১ বছরের ছেলেটি যেভাবে সামি, আকাশ দীপ, মুকেশ, শাহবাজদের শাসন করলেন তা পরিষ্কারভাবে জানিয়ে দিল তিনি দ্রুত উঠে আসছেন, তিনি আগামীর স্বপ্ন। তিলক বর্মা কেও মঙ্গলবার তাঁর পাশে লিলিপুট মনে হল।আইপিএলে রাজস্থান রয়্যালসের  খেলবেন আমন। তার আগে বাংলার বিরুদ্ধে ১০৭ রানে হায়দ্রাবাদকে জেতানোর পেছনে তাঁর অবদানই প্রধান। বারটি বাউন্ডারির পাশাপাশি আমন মারলেন তেরোটি ছক্কা। তাঁর মারা ছয় গুলি জানান দিয়েছে আগামী দিনে ভারত পেতে চলেছে আরেকজন বিগহিটার।।

About Post Author