সময় কলকাতা, ৮ জানুয়ারি : আফ্রিকায় বৈভবের ঝড়। সিরিজের প্রথম দুটি ম্যাচে ডিএলএস মেথড দিয়ে ম্যাচ জিতে সম্ভবত মনখারাপ ছিল ভারতের কিশোর অধিনায়ক বৈভব সূর্যবংশীর। অনূর্ধ্ব ১৯ বাহিনীর তিন দিনের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে দূরমুস করার জন্য সেজন্য হয়তো তৃতীয় ম্যাচ বেছে নিয়েছিলেন বৈভব। ৭৪ বলে ১২৭ করলেন, যারমধ্যে ১০ টা ছক্কা। দ্বিতীয় ম্যাচে আরও বেশি বিধ্বংসী ছিলেন সূর্যবংশী। ২৪ বলে দশটি ছক্কা মেরে ৬৮ রান করেছিলেন। তৃতীয় ম্যাচেও তান্ডব চালালেন বৈভব। অ্যারণ জর্জ সেঞ্চুরি পেলেন। দ্বিতীয় ম্যাচের অপর নায়ক অভিজ্ঞান কুন্ডু অবশ্য তৃতীয় ম্যাচে মাত্র ২১ রানে আউট হয়ে যান। ভারতীয় তরুণ দলের ৭ উইকেটে ৩৯৩ রানের জবাবে ১৬০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।৩-০ ফলে সিরিজ জয়ী ভারতের অধিনায়ক বৈভব সূর্যবংশী নির্বাচিত হলেন ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ। আর কাকেই বা ভাবা যেতে পারত?
অনূর্ধ্ব ১৯ একদিনের ম্যাচে বৈভবের ঝড়, দক্ষিণ আফ্রিকা চুরমার, সিরিজ ভারতের
Oplus_131072


More Stories
অবসরে যাওয়ার দিনে অজি ক্রিকেটকে তোপ উসমান খোয়াজা-র
কে এই আমন রাও? বিজয় হাজারে ট্রফিতে বার্তা দিলেন আমন
আকাশে-মুকেশে ধ্বংস জম্মু-কাশ্মীর