Home » বারাসাতে তরুণীর উপর নির্যাতনের অভিযোগ

বারাসাতে তরুণীর উপর নির্যাতনের অভিযোগ

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা : মেয়েটির সারা শরীরে সদ্য পাওয়া আঘাতের দাগ। অত্যাচারের চিহ্ন শরীর জুড়ে। অভিযোগ, তিনটি ছেলে মিলে অত্যাচার করেছে কিশোরীর উপর, ঘরের বাইরে এবং বন্ধ ঘরে। মেয়েটির আরও অভিযোগ যে তার অপরাধ, অভিযুক্ত ছেলে তিনটির কুপ্রস্তাবে সাড়া দেয় নি। ‘প্রতিবাদী’ মেয়েটি রুখে দাঁড়ালে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় এবং তাদের কথামত তাদের সাথে যেতে বলা হয়। মেয়েটি রাজি হয় নি, উল্টে অভিযুক্তদের সামনে চোখে চোখ রেখে কথা বলত মেয়েটি। দিনের পর দিন মানসিক নির্যাতনের সামনে মেয়েটি ভেঙে না পড়ে তাদের অন্যায়ের প্রতিবাদ করে। মেয়েটির অভিযোগ, ছেলেগুলি ছিনে জোঁকের মত পেছনে লেগে ছিল বেশ কিছুদিন ধরে। অগত্যা পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাওয়ার কথা বলে মেয়েটি। এরপরই কয়েকদিন আগে আচমকা হামলা করে ছেলে তিনটি। সবরকম ভাবে বলপূর্বক অত্যাচার করা হয়। বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। বারাসাত থানায় অভিযোগ জানাতে যায় সে। মেয়েটি সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলেছে সে অসহায় বোধ করছে। যাদের উপরে ভর্সা ছিল সেই পুলিশ ও কোনো ব্যবস্থা না নেওয়ায় মেয়েটি আতঙ্কিত বলে জানিয়েছে। মেয়েটির মা জানিয়েছে, তাঁর অনুপস্থিতিতে অত্যাচার করা হয়েছে। ।

About Post Author