উত্তরবঙ্গে দুর্গত মানুষদের পাশে ইস্টবেঙ্গল ক্লাব। লাল হলুদ ক্লাবের তরফ থেকে শিলিগুড়ির ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা পোড়াঝাড়, শিলিগুড়ি অঞ্চলের বন্যা কবলিত মানুষদের হাতে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হল। উক্ত অঞ্চলেই বাড়ি রাজ্য ও জাতীয় পদক বিজয়ী ক্রীড়া বিদ পূজা প্রামানিকের ।ভয়াবহ বন্যার সময় তিনি বাড়িতেই ছিলেন । বন্যায় পূজা প্রামানিকের সমস্ত ক্রীড়া সরঞ্জাম ভেসে চলে গেছে, অবশিষ্ট বলে কিছু নেই । আগামী ১৩ তারিখ ইস্টবেঙ্গল ক্লাব থেকে তার এবং তার সতীর্থদের যারা যারা এরকম বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, তাদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হবে ।
উত্তরবঙ্গের বন্যায় বিপন্ন মানুষের পাশে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক বৃন্দ, জলপাইগুড়ি।
আজ তারা শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম, জলপাইগুড়ির অফিসে ত্রান পৌঁছে দিল। আগামীতেও ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক বৃন্দ, জলপাইগুড়ি ও শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম, জলপাইগুড়ি যৌথ ভাবে জলপাইগুড়ির পার্শ্ববর্তী বিপন্ন এলাকায় ত্রান পৌঁছে দেবে ।
ময়দানের তাঁবু বন্ধ থাকা সত্ত্বেও কয়েক দিন আগে ইস্ট বেঙ্গল ক্লাবের সিনিয়র কর্মকর্তারা কিংবদন্তি ফুটবলার ভাস্কর গাঙ্গুলি ও বিকাশ পাঁজির উপস্থিতিতে বৈঠকে মিলিত হয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্লাবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর আগে সৌরভ গাঙ্গুলি উত্তরবঙ্গে ত্রাণ পাঠিয়েছেন। কঠিন সময়ে উত্তরের মানুষের পাশে ময়দান।


More Stories
ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনালে
আবার সেঞ্চুরি বিরাট কোহলির : ভয়ঙ্কর সুন্দরের কাব্য
বিরাট দাপটে ভারতের জয় ১৭ রানে