Home » যশস্বীর রেকর্ডের দিনেই দাপুটে পারফরম্যান্স ভারতের

যশস্বীর রেকর্ডের দিনেই দাপুটে পারফরম্যান্স ভারতের

Yashasvi Jaiswal of India raises his bat after scoring a hundred during the Day 1 of the 2nd Test match between India and West Indies at the Arun Jaitley Stadium, Delhi, India, on October 10, 2025. Photo by Deepak Malik / CREIMAS for BCCI

দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই দাপুটে পারফরম্যান্স ভারতের।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে ভারতের রান দুই উইকেটে ৩১৮। যশস্বী জয়সওয়াল ১৭৩ এবং শুভমান গিল ২০ রানে অপরাজিত আছেন।

দিল্লিতে ক্যাপ্টেন হিসাবে প্রথমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুভমান গিল। শুরুতে অবশ্য দুই ভারতীয় ওপেনার সাবধানী ব্যাটিং করলেন। উইকেটে থিতু হতে একটু বেশিই সময় নিলেন যশস্বী জয়সওয়াল। কিছুটা আগ্রাসী ছিলেন কেএল রাহুল। তবে সেট হয়ে ৫৪ বলে ৩৮ রানে জোমেল ওয়ারিকানের শিকার হয়ে সাজঘরে ফিরলেন। ভারতের রান তখন ৫৮। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ১ উইকেট খুইয়ে ৯৪। প্রথম দিকে উইকেট বুঝে নিতে কিছুটা ধীর লয়ে খেলতে শুরু করে ভারতের ওপেনিং জুটি। কিন্তপ ৩৮ রান করেই আউট হন রাহুল। তবে ক্রমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন যশস্বী।

টেস্টে সপ্তম শতরান পূরণ করলেন যশস্বী। দিনের শেষে ২৫৩ বল খেলে ১৭৩ রানে অপরাজিত আছেন যশস্বী। তাঁর ব্যাট থেকে এসেছে ২২টি চার। যশস্বীকে যোগ্য সঙ্গত দেন সাই সুদর্শন। ৮৭ রান করে আউট হলেন সুদর্শন। ১০৫ বলে ৮৭ রান করেন সুদর্শন। দিনের শেষে ২০ রানে অপরাজিত আছেন গিল।২৪ বছর বয়স হওয়ার আগেই টেস্টে ৭টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। এই নজির রয়েছে বিশ্বে মাত্র তিন ক্রিকেটারের। এই তালিকায় সবার উপরে ব্যাডম্যান। ২৪ বছর হওয়ার আগেই তিনি করেছিলেন ১২টি সেঞ্চুরি। এরপর শচীন। চব্বিশ হওয়ার আগে তাঁর সেঞ্চুরির সংখ্যা ছিল ১১। তৃতীয় স্থানে সোবার্স। এই বয়সের মধ্যে ৯টি সেঞ্চুরি করেছিলেন তিনি

About Post Author