Home » বনগাঁয় বিরোধীশূন্য পুরসভা চায় তৃণমূল

বনগাঁয় বিরোধীশূন্য পুরসভা চায় তৃণমূল

 

সময় কলকাতা ডেস্ক :  বহুদল ও বিরোধী দলের অস্তিত্ব  গণতন্ত্রের অন্যতম শর্ত হলেও তাকে একসময় ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন বামফ্রন্টের বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভায় বিরোধীদের চুপ করানোর ভঙ্গিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আস্ফালন করেছিলেন, “আমরা ২৩৫, ওরা ৩০”। সময়ের সাথে সাথে জনগণের রায়ে ক্ষমতা থেকে সরে যেতে হয় বামেদের। পরবর্তীতে তৃণমূলের নেতা নেত্রীদের গলাতেও বিরোধীশূন্য গণতন্ত্রের আকাঙ্খা বারবার ফুটে উঠেছে ।বিরোধীহীন গণতন্ত্রর জন্য সরব হওয়ার মধ্যে নেতানেত্রীদের ক্ষমতা প্রকাশ যেন দম্ভের চেহারা নিয়েছে।বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকারও একই ভাবনার শরিক। তিনিও তৃণমূল শাসিত বিরোধীশূন্য পুরসভা চাইছেন।

এখনও পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি । তবে  বনগাঁ পুরসভায় ভোটের দামামা।তৃণমূল জোরকদমে নেমে পড়েছে।মঙ্গলবার সকাল থেকে বনগাঁ পৌর এলাকায় ভোটের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস।এদিন বনগাঁ সাংগঠনিক জেলা সভানেত্রী আলো রানী সরকার পুরসভা নির্বাচনে বিরোধী রাখতে চান না।

আলোরানী সরকার বলেন “ বাঙালির বারো মাসে তেরো পার্বন -তার মধ্যে একটি পার্বন হল ভোট উৎসব।” এদিন দেয়াল লিখনের মাধ্যমে শুরু হয় বনগাঁয় তৃণমূলের ভোটপ্রচার পর্ব।এদিন দেয়াল লিখনে আলো রানী সরকার ছাড়াও, উপস্থিত ছিলেন বনগাঁ শহর সভাপতি দিলীপ দাস ও স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা।
বিধানসভা নির্বাচনে বনগাঁ সাংগঠনিক জেলায় মুখ পুড়েছে তৃণমূলের। বিধানসভার ভোটে উত্তর চব্বিশ পরগনা জেলায় একমাত্র বনগাঁ সাংগঠনিক ক্ষেত্রে অভাবিত সাফল্য দেখেছে বিজেপি। পুরভোটে বনগাঁয় তৃণমূলের লক্ষ্য গণতন্ত্রের উৎসবে মেতে মানুষের রায় নিজেদের দিকে টেনে আনা।

পুরসভা এলাকা জুড়ে জোরকদমে ভোটের প্রচার শুরু করেছে তৃণমূল।জেলা সভানেত্রী আলো রানী সরকার জানান, তারা ইতিমধ্যেই বনগাঁ ও গোবরডাঙ্গায় প্রতি ওয়ার্ডে গিয়ে প্রচার করেছেন।পাশাপাশি, নির্বাচনের জন্য এলাকার প্রতি ওয়ার্ডে একটা কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জেলা সভানেত্রী আলো রানী সরকার বিরোধীদের প্রসঙ্গে বলেন, সিপিআইএম প্রায় মুছেই গেছে। আর বিজেপি থেকে অধিকাংশ কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন। ফলে, বিরোধী বলতে তেমন কেউ নেই। ফলে, সব কটি আসনেই তৃণমূল জয় লাভ করবে বলে আশাবাদী তিনি।বাইশটি আসনেই জয়লাভ করার হুঙ্কার তাঁর গলায়।তাঁর আশাবাদ যেন বিরোধীশূন্য গণতন্ত্রের আকাঙ্খার আয়না।।

 

About Post Author