সময় কলকাতা ডেস্কঃ সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের চার পুরসভার ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভোট গ্রহন কেন্দ্র গুলিতে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার ছবি উঠে আসে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। তেমনই বিধাননগরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে উঠে আসে বেশ কিছু অভিযোগ। ভোটকেন্দ্রের সামনে বহিরাগতদের জমায়েতের অভিযোগ খতিয়ে দেখতে ডিসি বিশব সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী চিনার পার্ক সংলগ্ন ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। বাইরের জমায়েত সরিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
এদিকে বিধাননগর ৫নং ওয়ার্ডের দশদ্রোন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৪নং বুথে ফলস ভোটের অভিযোগ ওঠে। এক যুবকের অভিযোগ তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।পাশাপাশি বিধাননগর পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডে হাতিয়াড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। এই ওয়ার্ডের নির্দল এজেন্টকে মারধর করে বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
একটা সময় বিধাননগর পুরনিগমের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিরুদ্ধে বুথে জ্যাম করার অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।এদিন বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতীদেবী বালিকা বিদ্যালয়ে বিজেপির রিলিভার বসানো নিয়ে বচসা শুরু হয় তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে।ওই একই ওয়ার্ডে বি ই(BE) কমিউনিটি হলে ভোট চলাকালীন তৃণমুলের প্রার্থী সব্যসাচী দত্তের সঙ্গে বিজেপি প্রার্থী দেবাশিস জানার সঙ্গে সাক্ষাৎ হলেও দুজনেই ছিলেন দুই মেরুতে, অথচ দুজনেই এক সময় ছিলেন দীর্ঘদিনের সতীর্থ ।বিধাননগর পুরনিগমের ভোট চলাকালীন ৩২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটারদের দিয়ে ভোট করানোর অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী পিয়ালী বসুর বিরুদ্ধে। পাশাপাশি ভুয়ো ভোটারকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও। এছাড়াও বিজেপি প্রার্থীর ইলেকশন এজেন্টকে বুথ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে।
এদিন বিধাননগর পুর ভোটে ৩৭ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে ছাপ্পা ভোটেরও অভিযোগ উঠেছে। ৩৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাধরী বিদ্যালয়েও ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।এমনকি বুথের মধ্যে প্রচুর বহিরাগতদের জমায়েত হওয়ার অভিযোগও পাওয়া যায় । সবমিলিয়ে এই ঠান্ডায় বেশ গরম ভোটের হাওয়া।
More Stories
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
Mamata Banerjee: টলিপাড়ায় নারী নির্যাতন নিয়ে সরব অভিনেত্রী ঋতাভরী, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে
Trinamool Congress MP resigsn: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, দলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যসভার পদ থেকে ইস্তফা তৃণমূূল সাংসদের