Home » টিটাগড়ে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম এক শিশু

টিটাগড়ে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম এক শিশু

সময় কলকাতা ডেস্ক : টিটাগর থানার এম জি রোডের পুরানবাজার এলাকায় বিশ্বকর্মা মন্দিরের পেছনে আচমকা এক বিশাল শব্দ। কেঁপে ওঠে গোটা এলাকা। বোমা বিস্ফোরণ হয়েছে এটা বুঝতেই সময় লেগে যায় এলাকাবাসীর। বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে চার বছরের একটি শিশু।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে খেলা করছিল শিশুটি। কিন্তু হঠাৎ বিস্ফোরণের ঘটনায় হতভম্ব হয়ে যায় গোটা এলাকা। আহত শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইরকম একটি এলাকায় কে বা কারা বোমা রেখে ছিল তা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, শিশুটির হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে। তাকে প্রথমে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ওই এলাকায় বোমা কোথা থেকে এলো, কে বা কারা রেখে গেল এই নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author