সময় কলকাতা ডেস্কঃ
আসন্ন পুরসভা নির্বাচনের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি নতুন আবেদন করা হয়েছে। আবেদনে আবেদনকারীরা যে আবেদনগুলি করেছেন তা হল-
- 27 ফেব্রুয়ারি ভোটের 72 ঘন্টা আগে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা।
- কার্যকর সিসিটিভি নজরদারি এবং আদালত কর্তৃক নিযুক্ত বিশেষ কর্মকর্তাদের দ্বারা এই ধরনের নজরদারির কেন্দ্রীয় পর্যবেক্ষণ।
- স্বাধীন, নিরপেক্ষ সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করুন।
- নিরপেক্ষ মাইক্রো পর্যবেক্ষক নিয়োগ করুন।
- ভোট কেন্দ্রে প্রবেশের আগে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর জওয়ানদের দ্বারা EPIC কার্ডের ফটো পরিচয় যাচাই করা।
- চারটি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচন বাতিল ও পুনরায় ভোটগ্রহণ করা হয়েছে।
- আজ উল্লেখিত বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুনানি হবে।
More Stories
আগামী সপ্তাহে ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী , নবান্নে নওশাদের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পরই সফর
‘যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি ‘ কী বললেন অভিষেক ?
ভারচুয়াল বৈঠকে অভিষেক, নজর রাজনৈতিক মহলের