Home » কেমন থাকবে আজকের আবহাওয়া, জেনে নিন

কেমন থাকবে আজকের আবহাওয়া, জেনে নিন

সময় কলকাতা ডেস্কঃ  এই মরশুমে রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত৷ তাপমাত্রাও উর্ধ্বমুখী।বঙ্গোপসাগরে ঘূর্নাবর্তের জেরে আবারও বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। আগামীকাল রবিবার থেকেই শুরু হবে বৃষ্টি। ফলে এদিন সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০%।

আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার, উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও বাকি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই৷ রবিবার অবধি শুষ্ক থাকবে বাকি জেলাগুলির আবহাওয়া। ২০ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি হতে চলেছে রাজ্যের সবকটি জেলাতেই।আগামী দিন চারেক বৃষ্টি চলবে পাহাড়ে। সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫টি জেলাতেই। গতকাল থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ তারিখ সকাল পর্যন্ত শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ২১ তারিখ সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। সবকটি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্নাবর্তের প্রভাব থাকবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও।

 

About Post Author