সময় কলকাতাঃ গত কয়েক মাস ধরে মাদক মামলার পর আরিয়ান খানের বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া যাইনি বলেই জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল বলেই জানা গেছে। কোনও অপরাধ করেননি শাহরুখপুত্র। এমনটাই বেরিয়ে এসেছে সিটের তদন্তে ।
গত বছর ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো । সেখান থেকেই আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাকে আটক করা হয় । ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় তিনজনকে । পরে আর্থার রোড জেলে রাখা হয় শাহরুখ পুত্র আরিয়ানকে । গত ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। তার দু’দিন পর আর্থার রোড জেল থেকে মন্নতে ফেরেন আরিয়ান।

আরিয়ানের পর জামিনে ছাড়া পান আরবাজ ও মুনমুন । জানা গিয়েছে, আরিয়ান, মুনমুন, আরবাজের হোয়াটসঅ্যাপ চ্যাটে কোনও অস্বাভাবিক কিছু দেখতে পাননি এনসিবি-র তদন্তকারী অফিসাররা । আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি । এমনকী, কর্ডেলিয়া ক্রুজে যখন নারকোটিক্স কন্ট্রোল অফিসাররা হানা দেন, সে সময়ও আরিয়ান নেশাচ্ছন্ন ছিলেন না। সাধারণ এনসিবির আধিকারিকরা যখন কোথাও হানা দেন, সেই ঘটনা রেকর্ড করে রাখা হয় । কিন্তু কর্ডেলিয়া ক্রুজে হানা দেওয়ার কোনও ভিডিও নেই । ফলে মাদক কান্ডে আদেও আরিয়ানের কোন যোগ আছে কি না তার কোন প্রমান পাওয়া যায়নি।
তবে এখনও তদন্ত সম্পূর্ণ হয়নি। তদন্ত শেষ হলে এনসিবির ডিরেক্টর জেনারেল এস এন প্রধানের কাছে ফাইনাল রিপোর্ট জমা দেবে সিট।


More Stories
সৌম্যদীপ সরকার : বলিউডে অরিজিৎ সিংয়ের পরে আরও এক বাঙালি গায়কের উত্থানের রূপকথা
২০২১ সালের মিস ইউনিভার্স হনসরাজের ভিডিও দেখিয়ে মনিকা বিশ্বকর্মার অসত্য ভিডিও ভাইরাল
অপর্ণা সেন : আশিতে এসেও ষোলোর মৃন্ময়ী