সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: আগামী বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে থাকবেন রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিষয়েই আলোচনা হবে ওই বৈঠকে। বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অম্লমধুর সম্পর্কের বিষয়ে সকলেই ওয়াকিবহাল। ফলে এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।
যদিও এই বৈঠক একান্তই সরকারি কর্মসূচির মধ্যে পড়ে। কারণ, প্রটোকল অনুযায়ী রাজ্যে মুখ্য তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে বৈঠকে বসতে হয়। আর প্রটোকল মেনেই আগামী বুধবার এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, দীর্ঘ ছয়মাসের বেশি রাজ্যে মুখ্য তথ্য কমিশনারের পদ খালি হয়ে রয়েছে। গত এক বছরে ১৫ জন এই পদের জন্য আবেদন করেছেন। কিন্তু বয়সজনিত কারণে চারজনের আবেদন বাতিল হয়েছে। এবার ওই ১১ জন আবেদনকারীর মধ্যে একজনকে নিয়োগ করা হবে রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন আমলা, পুলিশকর্তারাও। উল্লেখ্য, গত বছরও এই পদে নিয়োগের জন্য বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেবার অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত খবর, এবার বৈঠকে থাকবেন তিনি। তবে দেখার বিষয় শেষ মুহুর্তে কোনও নটকীয় পট পরিবর্তন হয় কি না।
More Stories
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি