সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা কী কী করতে পারবেন, কী করতে পারবেন না, পরীক্ষার কতক্ষণ আগে পরীক্ষার হলে পৌঁছতে হবে সব কিছুই জানানো হয়েছে ওই নির্দেশিকায়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার প্রথম দিন এক ঘণ্টা আগে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে সঙ্গে রাখতে হবে আসল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ। যদি কোনও পরীক্ষার্থীর কাছে এই ধরণের জিনিস পাওয়া যায় তবে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে। উচ্চমাধ্যমিক শিক্ষ সংসদ ওই নির্দেশিকায় জানিয়েছে, প্রথম দিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে এবং অন্যান্য দিন আধ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। এবং পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (এএসআর)-এ সই করতে হবে। প্রত্যেককে নিজেদের পেন, পেনসিল, কালি, রবার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখতে হবে। সংসদ আরও জানিয়েছে, পরীক্ষার সময় ত্রিকোণমিতি, লগারিদম-সহ কিছু বিষয়ে নির্দিষ্ট ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পর শৌচালয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। এবার জানিয়ে রাখি, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। তবে দুপুর ১২টা ৪৫ মিনিটের আগে উত্তরপত্র জমা দিতে পারবেন না পরীক্ষার্থীরা।
More Stories
RG Kar Incident: মহালয়ার দিন অভয়ার বাড়িতে সিবিআই, কেন?
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
Flood Relief: বন্যার ক্ষতিপূরণে রাজ্যের জন্য ৪৬৮ কোটি বরাদ্দ কেন্দ্রের, অনুদানেও বঞ্চনার অভিযোগ রাজ্যের