পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৮ জুলাই : সুকুমার রায় বলেছিলেন, গোঁফের আমি গোঁফের তুমি গোঁফ দিয়ে যায় চেনা। এখন কান দিয়ে চেনা যাচ্ছে। একসঙ্গে দুজনকেই। অন্তত ফটোশপ করা ছবিতে। মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও বিখ্যাত ডাচ চিত্রকর ভ্যান গগকে। পেনিসিলভানিয়াতে একটি সভায় একটি গুলি কান ছুঁয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের। কান কেটে যায় রক্তক্ষরণও হয় তাঁর তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পোস্ট করেছিলেন গুলি স্পর্শ করে যাওয়া ডান কান সহ তাঁর ছবি। ব্যাস আর কোথায় কানকাটা রাজার ছবি। আদতে ট্রাম্পের ছবিতে এডিট করে সুকৌশলে মিশিয়ে দেওয়া হয়েছে ভ্যান গগের ছবি। উপেন্দ্রকিশোরের কানকাটা রাজা কিছুতেই ট্রাম্প হতে পারেন নি। বাস্তবের রাজা একজনই। তাঁর নাম ভিনসেন্ট ভ্যান গগ। তাঁর ৩৭ বছরের স্বল্পায়ু জীবন থেমে যায় ১৮৯০ সালের ২৯ জুলাই তারিখটিতে । তাঁর ১৩৪ তম মৃত্যুদিবসের কয়েকদিন আগে তিনি তাঁর কান ও ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সামাজিক গণমাধ্যমে তোলপাড় ফেলে দিলেন। ট্রাম্পের কানের কথা তো হল, আরেকবার ভ্যান ভগের কানের কাহিনীর চৰ্চা হোক।
কি আছে ভ্যান গগের কর্ণ-কাহিনীর শুরু ও শেষে? শিল্পের ইতিহাসে ব্যক্তিগত জীবনের বর্ণনায় ভ্যান গগের কানের মত কাহিনী আর দ্বিতীয় নেই। ভ্যান গগ সম্পর্কে অনেকে বিশেষ কিছু না জানলেও তাঁর কান কাটার কাহিনী। এনিয়ে গবেষণা কম হয় নি। বহুচর্চিত কাহিনী অনুযায়ী, ভ্যান গগ মৃত্যুর দু’বছর আগে অর্থাৎ ১৮৮৮ সালে নিজের কান কেটে দিয়ে তা পতিতালয়ে দিয়ে এসেছিল। কিন্তু কেন? এই ঘটনা যাকে আত্মবিচ্ছেদ বলা হয় তার মূলে কী ছিল? কানকাটা রাজার আদিকথা কী?
হালফিলের গবেষণা বলছে পুরো কান কেটে তিনি গ্যাবরিয়েল বা ৱ্যাচেল নামের পতিতালয়ের এক কর্মচারীকে দিয়ে আসেন যে যৌনকর্মী ছিল কিনা তা নিয়েও অবকাশ আছে। কেউ কেউ বলেন অপর চিত্রকর পল গগা তার কান কেটে দিয়েছিলেন কিন্ত আধুনিক মতে, ভ্যান গগ নিজেই নিজের কান কেটেছিলেন কারণ হিসেবে তিনি মানসিক রোগের শিকার ছিলেন। কার্যত সিজোফ্রেনিয়ার শিকার ছিলেন তিনি যা তাঁকে ভুলকে দৃঢ় সত্যি বলে বিশ্বাস করাত। তিনি ভাবতেন, অন্যের দুঃখ তিনি লাঘব করতে পারবেন। ঘটনার সময়, ৱ্যাচেল খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাঁর সুসময় বা আনন্দের জন্য আত্মবিচ্ছেদ কিনা নিশ্চিত করে বলা না গেলেও আধুনিক গবেষকরা তেমনটাই মনে করেন। তবে ট্রাম্পের কান কাটার ঘটনায় দুটি প্রাণ গিয়েছে এবং এই ঘটনায় কোনও আনন্দের উপাদান নেই।।
#কানকাটা রাজার আদিকথা
More Stories
‘অজুহাত না দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন’, হিন্দু নেতা খুনে ঢাকাকে ‘একহাত’ নিল নয়াদিল্লি
নেপালের পোখরায় বাস দুর্ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ২৫ জন ভারতীয় পর্যটক
বাংলাদেশে নির্বাচন হবে চলতি বছরেই, জানাল ইউনুস