Home » সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জানুন ওয়েদার আপডেট

সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জানুন ওয়েদার আপডেট

সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাইঃ মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিস্থিতিতে থাকার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে বাংলার প্রায় সমস্ত জেলায় আগামী সাত দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। সেক্ষেত্রে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে। এরপর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জানা গিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের দিকে বৃষ্টি চলবে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন  ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২ 

পূর্বাভাস বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৮৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যের সব জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায়। এরপর বৃহস্পতি ও শুক্রবারও রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারমধ্যেও প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং দুই ২৪ পরগনা জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রবিবাও সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সেদিন বেশকিছুটা পরিমাণ কমতে পারে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

#Latestbengalinews

#Weatherreport 

About Post Author