Home » বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ, পাক পতনের কারণ কী?

বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ, পাক পতনের কারণ কী?

সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বরঃ দেড়দিনের বৃষ্টিও বাঁচাতে পারল না পাকিস্তানকে। বাংলাদেশ আবার দুরমুশ করে হারাল পাকিস্তানকে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতল ৬ উইকেটে, একই সঙ্গে জিতে নিল সিরিজ। সিরিজ জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণের ছবি ধরা পড়ল।

টানা হেরেই চলেছে পাকিস্তান, অথচ একদা জাহির আব্বাস, জাভেদ মিয়াদাদ, ইমরান খান, ওয়াসিম আক্রাম, আব্দুল কাদির, সইদ আনোয়ার, ইউনুস খান, শোয়েব আখতার। কত অসামান্য ক্রিকেট কিংবদন্তী উঠে এসেছে পাকিস্তানে যাদের নাম বলে শেষ করা যাবে না। সেই পাকিস্তান ক্রিকেট এখন মরুভুমি। ক্রিকেট ইতিহ্য ও বনেদিয়ানা ক্রমশ হারিয়ে যাচ্ছে পাকিস্তান।   বাংলাদেশের হাতে পাকিস্তানের টানা দ্বিতীয় টেস্ট হার ও লজ্জাজনক সিরিজ হারের পরে এরকমটাই বলা যায়। তাই বলে কোনওভাবে বাংলাদেশের কৃতিত্ব ছোট করা যায় না। টানা তিনটি ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ল, বাংলাদেশের স্পিনার ও পেসাররা বুলডোজার চালিয়ে দিল পাকিস্তান ব্যাটিং লাইন আপের ওপরে। পাক বোলিংয়ের অবস্থাও বাংলাদেশের ব্যাটারদের সামনে তথৈবচ। ১৮৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বিশেষ অসুবিধা হল না বাংলাদেশের। ম্যাচের সেরা হলেন লিটন দাস, ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হলেন মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তানের পতনের কারণ

ঘরের মাঠে পাকিস্তান যেভাবে হারল তারপরে অধিকাংশ প্লেয়ারকে নিয়ে উঠবে প্রশ্নচিহ্ন। উঠবে কোয়ালিটি নিয়ে প্রশ্ন। প্রশ্ন উঠবে দল নির্বাচনের পাশাপাশি ক্রিকেট পরিকাঠামো নিয়ে কারণ ঘরের মাঠে পাকিস্তান নিজেদের মত পিচ বানাতে পারছে না। প্রথম টেস্টে একজন স্পিনার না নিয়ে খেলা পাক দলের পতনের কারণ ছিলেন বাংলাদেশের স্পিনাররা। দ্বিতীয় টেস্টে উল্টো ছবি যেখানে পাক দলকে ধবংস করে বাংলাদেশ পেসাররা। দ্বিতীয় টেস্টে আবার পাকিস্তান দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। অর্থাৎ ঘরের মাঠ ও পিচ কিরকম হচ্ছে সেই বার্তা সঠিক পৌঁছায়নি থিঙ্ক ট্যাঙ্কের কাছে। এছাড়াও সীমিত ওভারের ক্রিকেট ছাড়া পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট সেভাবে খেলা হয় না যা পাকিস্তান ক্রিকেট রসাতলে যাওয়ার মূল কারণ বলে অভিযোগ করছেন প্রাক্তন পাক তারকারা। বড় ফরম্যাটে ঘরোয়া খেলা না হওয়ায় ভালো ক্রিকেটাররাও উঠে আসছে না, অতীত দিনের পাক গৌরব ধুলোয় গড়াগড়ি খাচ্ছে।।

আরও পড়ুন যোগীরাজ্যে কলকাতা ডার্বি, টাইব্রেকারে বাজিমাত সবুজ-মেরুনের

About Post Author