Home » Pakistan Vs Bangladesh: বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ পাকিস্তান, একতরফা শাসন শান্তদের

Pakistan Vs Bangladesh: বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ পাকিস্তান, একতরফা শাসন শান্তদের

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৩ অগস্ট: ৭০ বছরে এই নিয়ে দ্বিতীয় বার টেস্টে ঘরের মাঠেই হোয়াইট ওয়াশ হল পাকিস্তান। সময় পাল্টিয়েছে, বদল হয়েছে অধিনায়ক। তবে পরিণতি পাল্টায়নি পাকিস্তানের। ২০২২-২৩ মরশুমে ইংল্যান্ডের কাছে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছিল বাবর আজমের পাকিস্তান। জিততে পারেনি টেস্ট সিরিজের একটাও ম্যাচ। আজ নয়া পাক অধিনায়ক শান মাসুদের দলকে হারিয়ে দিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও জিতে পুরো টেস্ট সিরিজ একপ্রকার শাসন করল শান্ত, সাকিবের দল।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অসহায় আত্মসমর্পন, পাক পতনের কারণ কী?

দ্বিতীয় টেস্টে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমূল হোসেন শান্ত। রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৭৪ রান তোলে পাকিস্তান। অর্ধশতরান করেন পাকিস্তানের তিন ব্যাটার। সইম আয়ুব (৫৮), অধিনায়ক সান মাসুদ (৫৭)। এবং শেষের দিকে  সলমন আঘ (৫৪) ছাড়া আর কোনও ব্যাটার উল্লেখযোগ্য রান পাননি। বাবর আজম প্রথম ইনিংসে ভাল শুরু করেও বড় রান পেলেন না। ফিরলেন মাত্র ৩৩ রানে।  পাক ব্যাটারদের প্রায় একাই সাজঘরে ফিরিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। তিনি একাই নিয়েছেন পাঁচ উইকেট। তিন উইকেট পান তাসকিন আহমেদ। জবাবে ব্যাট হাতে প্রায় মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশও। তবে লিটন দাসের ১৩৮ ও মেহেদির ৭৮ রানের সৌজন্যে প্রাথমিক ধাক্কা সামলিয়ে বাংলাদেশ পৌঁছয় ২৬২ রানে। দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ পাকিস্তানের ব্যাটিং বিভাগ। একজনের ব্যাট থেকেও অর্ধশত রান আসে নি। সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন সলমন আঘা। এছাড়া উল্লেখযোগ্য রান করেন মহম্মদ রিজওয়ান (৪৩)। এই ইনিংসেও ব্যর্থ বাবর আজম। দলকে নির্ভরতা দেওয়ার বদলে মাত্র ১১ রান করেই সাজঘরে ফিরে যান প্রাক্তন পাক অধিনায়ক। এই নিয়ে মোট ষোলোটি ইনিংসে অর্ধশতরানের দেখা পেলেন না বাবর। তাঁর ব্যাটিং নিয়ে চিন্তার ভাঁজ বাড়বে পাকিস্তান থিঙ্কট্যাঙ্কের। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই পাঁচ উইকেট নিয়ে নজর কাড়লেন হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে এটা নিয়ে চতুর্থ টেস্টে নেমেছিলেন ২৪ বছরের জোরে বোলার। তাঁকে সামাল দিতেই হিমশিম খেতে হল বাবর, রিজওয়ানদের।

আরও পড়ুন: যোগীরাজ্যে কলকাতা ডার্বি, টাইব্রেকারে বাজিমাত সবুজ-মেরুনের

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে সেরকম কঠিন কোনও লক্ষ্যই রাখতেই পারেনি পাকিস্তান । ১৮৫ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে নিয়েই রান তুলে নেয় বাংলাদেশ। গত দুই বছরে দুটো ভিন্ন ফরম্যাটের বিশ্বকাপে সেমি ফাইনালেও পৌঁছতে পারেনি পাকিস্তান। এবার বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে নতুন লজ্জার নজির গড়লেন শান মাসুদরা।

About Post Author