Home » হাসপাতালগুলির নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে? রাজ্যগুলির থেকে রিপোর্ট তলব কেন্দ্রের

হাসপাতালগুলির নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে? রাজ্যগুলির থেকে রিপোর্ট তলব কেন্দ্রের

সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি আরজিকর হাসপাতাল। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিরাপত্তার অভাব বোধ করায় অনেক নার্স ও চিকিৎসক হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। এহেন পরিস্থিতিতে এবার হাসপাতালগুলির নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে জানাতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন  Vinesh Phogat and Bajrang Punia join Congress: কংগ্রেসে বিনেশ-বজরং, রাহুলের সঙ্গে সাক্ষাত, হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন হাত চিহ্নে

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যগুলিকে। এই মর্মে ইতিমধ্যেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের এবং পুলিশের ডিজিডের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র। ইতিমধ্যেই হাসপাতালগুলিতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা রাখা, নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো, কোন কোন হাসপাতালে বেশি রোগী আসেন, কোথায় দ্রুত বেশি নিরাপত্তার প্রয়োজন, এসব সংক্রান্ত তথ্য সংগ্রহ করার মতো একাধিক পরামর্শ দিয়েছে কেন্দ্র।


এদিকে, আরজিকর কাণ্ডের থেকে শিক্ষা পেয়ে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রেল হাসপাতাল। সম্প্রতি শিয়ালদা ডিআরএমের নেতৃত্বে বিআর সিং হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টরের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকেই হাসপাতালের সুরক্ষা বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগীদের সুবিধার্থে ইতিমধ্যেই বিআর সিং হাসপাতালের দুটি ডেডিকেটেড হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেইসঙ্গে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং রোগীর নিরাপত্তার স্বার্থে রেল হাসপাতালের সিসিটিভির সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই ৩০টি নতুন সিসিটিভি ইনস্টল করা হয়েছে। আরও ১৩২টি সিসিটিভি স্থাপনের কাজ জরুরি ভিত্তিতে চলছে৷এর পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পরিচয় পত্র প্রদান সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসপাতালের দরজা খোলা এবং বন্ধ করার জন্য QR কোডিং সিস্টেমের থাকবে। এর পাশাপাশি প্যানিক বোতাম লাগানো, ডেডিকেটেড হেল্পলাইন নম্বর চালু হবে।

#RGkarHospital  ,

#RGKARDoctorDeath    ,

#Latestbengalinews  ,

#UnionHealthSecretaryApurbaChandra

About Post Author