সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বরঃ হরিয়ানা বিধানসভা নির্বাচনের বাকি এখনও প্রায় একমাস। তার আগেই শক্তিবৃদ্ধি কংগ্রেস শিবিরে। বুধবার হাতে হাত মেলালেন দেশের দুই পরিচিত কুস্তিবিদ বিনেশ ফোগট ও বজরং পুনিয়া। বুধবার দিল্লিতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করেন দেশের দুই কৃতি খেলোয়াড়। তারপরেই তাঁদের এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, বিধানসভায় প্রার্থীও হতে চলেছেন বিনেশ ও বজরং।
গতমাসে অলিম্পিক্স থেকে ফেরার পর বিনেশকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। সেখান থেকেই রাজনৈতিক মহলে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল, ‘তবে কি বিনেশ কংগ্রেসে যোগ দেবেন?’ বুধবার রাহুল গান্ধির সঙ্গে দিল্লিতে দুই কুস্তিগির দেখা করেন। তাঁদের কিছুক্ষণ কথাও হয় প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে। পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গেও দেখা করেন বিনেশ-বজরং। তারপরেই কংগ্রেসে যোগদান। সূত্রের খবর, জুলানা থেকে প্রার্থী হতে পারেন বিনেশ। বাদলি থেকে লড়বেন বজরং।
সম্প্রতি প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন বিনেশ। মহিলা কুস্তিতে ৫০ কেজির বিভাগে সোনা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল ভারতের সামনে। কিন্তু স্বপ্ন সফল হয়নি। ফাইনালের দিন ওজন পরিমাপ করতে গিয়ে দেখা যায় নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম ওজন বেশি রয়েছে বিনেশে। ফলে খেলার নিয়মে বাদ হয়ে যান তিনি। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন। দেশে ফিরে কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করেন বিনেশ। তবে লড়াইয়ের মাঠ ছাড়েননি তিনি। কুস্তির কোর্টে নয় এবার বজরংকে সঙ্গী করে লড়াই করবেন রাজনীতির ময়দানে।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে ভিজবে গোটা দক্ষিণবঙ্গের , কলকাতায় ভারী বৃষ্টি কতদিন? জানুন আবহাওয়া আপডেট
দেশে কুস্তির পাশাপাশি প্রতিবাদেরও মুখ বিনেশ ও বজরং। ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিনেশ। দিল্লির যন্তর মন্তরে তাঁর নেতৃত্বেই আন্দোলন করেছিলেন কুস্তিবিদরা। সেখানে ছিলেন ভারতের আর এক কৃতি কুস্তিবিদ সাক্ষী মালিকও। তাঁদের দাবি ছিল ভারতীয় কুস্তি সংস্থার পদ থেকে ব্রিজভূষণের পদত্যাগ ও শাস্তি। উত্তর-প্রদেশের বাহুবলী সাংসদকে সুরক্ষার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করতেও দেখা গিয়েছিল তাঁদের। অবশেষে চাপের মুখে নতিস্বীকার করে প্রশাসন। অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয় দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। এসবের মধ্যে রাজনীতিতে নাম লেখালেন দুই কুস্তিবিদ।
আরও পড়ুনঃ রাজ্যের সিপি এবং ডিজিকে ছুটিতে পাঠানোর আর্জি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি অধীরের
আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন (প্রথমে পয়লা অক্টোবর ঠিক থাকলেও পরে দিন পিছিয়ে দেওয়া হয়)।বর্তমানে সেরাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। বিরোধী আসনে কংগ্রেস। দেশের যে সব রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক মাটি শক্ত তার মধ্যে অন্যতম হরিয়ানা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভূপিন্দর সিং হুডা ও তাঁর ছেলে দীপেন্দ্র সিং হুডার নেতৃ্ত্বে এবার হরিয়ানার কুর্সি দখল করতে মরিয়া হাত শিবির। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের নির্বাচনী প্রচার। বিনেশ ও বজরংয়ের দলে যোগদান কংগ্রেসের শক্তি কিছুটা হলেও বাড়াবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
More Stories
গলা কাটার ইঙ্গিত পাক সেনা কর্তার, তুমুল বিক্ষোভ লন্ডনের পাক হাইকমিশনের সামনে
ভারতের পাশে দাঁড়াল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
‘পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান’, সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা শাহর