Home » মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন খড়িবাড়িতে

মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন খড়িবাড়িতে

সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বর : রবিবার উত্তাল হয়ে উঠল খড়িবাড়ি।  বিক্ষোভ প্রদর্শন খড়িবাড়িতে, বলা ভালো অগ্নিগর্ভ হয়ে ওঠা খড়িবাড়িতে  ।  উত্তর ২৪ পরগনার  রাজারহাট খড়িবাড়ি রাস্তায় টায়ার জ্বালিয়ে মৃতদেহ রেখে অবরোধ চলল দীর্ঘক্ষণ। মহিলা ঘটিত সম্পর্কে আলামিন সাহজি নামে জনৈকের  অস্বাভাবিক মৃত্যুকে ঘিরেই উত্তেজনা। ঘটনাস্থলে শাসন থানার পুলিশ। ঘটনার দীর্ঘক্ষণ পরেও  মানুষের মধ্যে চাপা উত্তেজনা।

রবিবার শাসনের খড়িবাড়ি বাজারে মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল উত্তেজিত জনতা । শাসন থানার মহিষগদি সাহাজি পাড়ায় আলামিন সাহাজির বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পরিবারের দাবি আলামিন কে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। আলামিনের পরিবারের অভিযোগ এক মহিলার সঙ্গে বছরখানেক ধরে আলামিনের সম্পর্ক ছিল সম্পর্কের অবনতি হতেই হতেই আলামিনকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। পরিবারের লোকজন শাসন থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ ।অভিযোগ, পুলিশের পক্ষ থেকে বলা হয় আত্মহত্যা করেছে আলামিন। যদিও আলামিনের পরিবারের দাবি যে, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।  পুলিশ অভিযোগ না নেওয়া এবং যে মহিলাকে কেন্দ্র করে জনতা ক্ষুব্ধ  সেই মহিলাকে গ্রেফতারের দাবিতে শাসন থানার খড়িবাড়ি বাজারে রাস্তা অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। স্থানীয় মানুষের অভিযোগ, আলামিনের মৃত্যুর জন্য দায়ী মহিলাকে গ্রেফতার করতে হবে।ঘটনাস্থলে এসে শাসন থানার পুলিশ জনতার উত্তেজনা  প্রশমিত করতে আশ্বাস দেওয়ার পাশাপাশি  বিষয়টির তদন্ত করে দেখছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

বিক্ষোভ প্রদর্শন খড়িবাড়িতে #বিক্ষোভ প্রদর্শন খড়িবাড়িতে

আরও পড়ুন প্যালেস্টাইনে মৃত্যুমিছিল অব্যাহত, এবার ইজরায়েলি হানায় নিহত ১৭২

About Post Author