সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর: আদানিদের কারও বিরুদ্ধে নেই ঘুষ দেওয়ার কোনও অভিযোগ, বিবৃতি দিয়ে জানাল আদানি গ্রূপ। এই শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি, ভাইপো সাগর আদানি, সংস্থার অন্যতম কর্তা বিনীত জৈনের বিরুদ্ধে উঠেছিল ঘুষ দেওয়ার অভিযোগ। বুধবার একটি বিবৃতিতে সেই অভিযোগ খারিজের পাশাপশি আরও গুরুত্বপূর্ণ এক তথ্য জানাল আদানি গ্রূপ। ঘুষ দেওয়া বা কোনও বিদেশি দুর্নীতি সংক্রান্ত আইন (FCPA) লঙ্ঘন করেনি সংস্থা। সংবাদমাধ্যমগুলি ভু অবপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন: “আমার গোত্র শুধু ‘মা-মাটি-মানুষ’, উই আর সেকুলার”, নৈহাটি বড়মার মন্দির থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী
এই মুহূর্তে ভারতের ধনকুবেরদের মধ্যে শীর্ষে আদানিরা। আম্বানি গ্রূপকে পিছনে ফেলে সবচেয়ে বড় শিল্পসংস্থা এখন আদানি গ্রূপ। গত বুধবার এই সংস্থাটির নামে এক সংবাদে ভারত, আমেরিকা-সহ গোটা পৃথিবী বাণিজ্য ক্ষেত্র তোলপাড় হয়ে যায়। গৌতম, তাঁর ভাইপো সাগর এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর একটি চাঞ্চল্যকর অভিযোগ আনে। ওই অভিযোগে বলা হয়, আদানিরা প্রায় ২,২৩৭ কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করার জন্য। ওই প্রকল্প থেকে ২০ বছর ধরে প্রায় ১৬ হাজার ৯০০ কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল আদানি গ্রূপের। প্রকল্পের জন্য আদানি গ্রিন সংস্থা ঋণপত্রের (বন্ড) মাধ্যমে লগ্নিকারীদের থেকে প্রায় ৬৩৩৮ কোটি টাকা তুলেছিল বলেও অভিযোগ।
আরও পড়ুন: চিন্ময় প্রভু ইস্যুতে সরব ভারতের আধ্যাত্মিক গুরু রবি শংকর, কট্টরপন্থীদের নিয়ন্ত্রণের বার্তা ইউনুসকে
এর মধ্যে আমেরিকার লগ্নিকারীদের থেকে ১৭ কোটি ৫০ লক্ষ ডলার তোলা হয়েছিল বলেও দাবি করা হয়। আমেরিকার শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করলে আদানি গোষ্ঠীকে সে দেশের সমস্ত আইন মেনে চলতে হবে, এমম নিয়ম রয়েছে। সেই কারণেই আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর ব্যবস্থা নেয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। তারপরই দাবানলের মত ভারতীয় সংবাদ মাধ্যম গুলিতে একটা খবর ছড়িয়ে পড়ে, যে আদানিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারির করা হয়েছে। তবে এদিন একটি বিবৃতি দিয়ে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আদানি শিল্পগোষ্ঠী। তবে আমেরিকার ন্যায়বিচার দপ্তর আদানিদের বিরুদ্ধে অন্য তিনটি বিষয়ে অভিযুক্ত করেছে, সেকথাও জানানো হয়েছে।


 
                 
                                         
                                         
                                         
                                        
More Stories
যোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে
ট্রেনে পাথর ছোড়া বন্ধ করতে কোমর বেঁধে নামছে রেল
ফের নির্লজ্জ আচরণ পাকিস্তানের!,আত্মঘাতী হামলায় ভারতকে কাঠগড়ায় তুলল ইসলামাবাদ , মিথ্যা অভিযোগের জবাবে ধুয়ে দিল ভারত