সময় কলকাতা ডেস্ক:- দলের বেহাল দশার হাল ফেরাতে বিনোদন জগতের দ্বারস্থ সিপিএম। তামিলনাডুর মাদুরাইতে আগামী সপ্তাহে শুরু হতে চলেছে পার্টি কংগ্রেস। পার্টি কংগ্রেসের এবার শামিল করা হচ্ছে সেখানকার সুপারস্টার বিজয় সেতুপতি, প্রকাশ রাজ-সহ দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় অভিনেতাকে। যদিও এর আগে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ পাটি কংগ্রেস অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। অভিনেতা প্রকাশ রাজ ছাত্র জীবন থেকেই বামপন্থী মনোভাবপন্য। সিপিআইএম দলের সঙ্গে তার যোগাযোগ নিবিড়। এবারের পার্টি কংগ্রেসের সূচি থেকে জানা যাচ্ছে, আগামী ৪ এপ্রিল মাদুরাইয়ের তামুক্কামে সান্ধ্যকালীন অনুষ্ঠানে পারফর্ম করবেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি! সঙ্গে থাকবেন পরিচালক ভেত্রিমারান। শুধু পারফর্মই নয়, নিজেদের কাজের পরিসরে যে সমস্ত সামাজিক ইস্যু চোখের সামনে উঠে আসে, সে বিষয় নিয়েও বক্তব্য রাখবেন তাঁরা। এছাড়া ওই দিন উপস্থিত থাকবেন বামপন্থী অভিনেতা প্রকাশ রাজ। গত লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্র থেকে বামেদের সমর্থনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা প্রকাশ রাজ। এবারও পার্টি কংগ্রেসে তাঁকে বক্তব্য রাখতে দেখা যাবে।
ভোটব্যাঙ্কে জোয়ার আনতে পারবে?
এপ্রিলের ৪ ও ৫ তারিখ অর্থাৎ পার্টি কংগ্রেসের শেষ পর্বে অংশ নেবেন বিজয় সেতুপতি, প্রকাশ রাজ ছাড়াও অভিনেতা মেরি সেলভারাজ, রোহিনী। তাঁরা সকলেই একাধিক সামাজিক ইস্যুতে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। এই সকল অভিনেতাদের বামপন্থী মনোভাবের কারণেই তাঁদেরকেও পার্টি কংগ্রেসে শামিল করা হয়েছে। তার চেয়ে বড় কথা, কাস্তে-হাতুড়ি-তারার প্রতি আস্থা ফেরাতে সেলিব্রিটিদের ইমেজ ব্যবহার করতে চাইছে লাল পার্টি। একসময় দক্ষিণী সুপারস্টার কামাল হাসান কেও সিপিআইএমের মঞ্চে দেখা যেত। কামাল হাসানও প্রথম থেকেই বাম ঘেঁসা। যদিও এই মুহূর্তে তিনি নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। দক্ষিণ ভারতের কমরেডকুল আশায় বুক বাঁধছেন, মাদুরাই থেকে এবার যে লাল নিশান উড়বে, তার প্রতিফলন পড়বে ভোটবাক্সেও। সত্যিই কি বিজয় সেতুপতি, প্রকাশ রাজরা বামেদের মরা গাঙে অর্থাৎ ভোটব্যাঙ্কে জোয়ার আনতে পারবে? উত্তর দেবে সময়।
আগামী ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হচ্ছে সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস। গোটা দেশ থেকে আটশোর বেশি প্রতিনিধি যোগ দেবেন। এবারের এই সম্মেলন নানাদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চব্বিশের লোকসভা নির্বাচনে যে চারটি আসনে সিপিএম জিতেছিল, তার মধ্যে একটি মাদুরাই। সেখানেই এবার বসছে পার্টি কংগ্রেস। এপ্রিলের পাঁচদিন একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি নানা অনুষ্ঠানও রয়েছে এবারের পাটি কংগ্রেসে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণী অভিনেতাদের সাংস্কৃতিক পারফরম্যান্স। তবে এবারের পার্টি কংগ্রেস সীতারাম ইয়েচুরি অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলবে।
More Stories
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি
‘অজুহাত না দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন’, হিন্দু নেতা খুনে ঢাকাকে ‘একহাত’ নিল নয়াদিল্লি
রাজ্যপালের সফর ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ, তুমুল বিক্ষোভ, দফায় দফায় আটকাল কনভয়