সময় কলকাতা ডেস্ক:- চাকরি ফেরানোর দাবি নিয়ে দিল্লি রওনা দিয়েছেন কর্মহারা শিক্ষকরা। সোমবার বেলা ১২টা নাগাদ ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মোট ৬০ জন কর্মহারা শিক্ষক বাসে চেপে দিল্লিতে রওনা দেন। সব কিছু ঠিক থাকলে বুধবার থেকে যন্তর মন্তরে ধর্নায় বসবেন এই শিক্ষকরা। যে যে রাজ্যের মধ্যে দিয়ে তাঁদের বাস যাবে, সেখানেও নিজেদের কথা জানাতে লিফলেট বিলি করবেন কর্মহারারা। এ দিকে চাকরিহারাদের এই দিল্লি অভিযানকে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে।’
এ দিন যে শিক্ষকরা দিল্লির উদ্দেশে রওনা হন তাঁদের মধ্যে রয়েছেন চিন্ময় মণ্ডল। কেন যাচ্ছেন তাঁরা দিল্লিতে? চিন্ময়ের কথায়, ‘আমাদের সঙ্গে যে অবিচার হয়েছে সেটা রাজ্যের মানুষ জেনেছেন। আমরা চাই আমাদের কথা সারা দেশের মানুষ জানুক। দিল্লি দেশের রাজধানী। সেখানেই দেশের সব রাজনৈতিক দলের যাতায়াত রয়েছে। প্রধানমন্ত্রী–রাষ্ট্রপতিরাও আছেন। আমাদের কথা তাঁদের সামনে তুলে ধরতেই দিল্লিতে যাচ্ছি।’ চিন্ময়রা জানান, তাঁদের কাছে যন্তর মন্তরে ধর্না দেওয়ার পুলিশি অনুমতি রয়েছে।
এদিকে বিরোধী দলনেতার বক্তব্যে ধর্নাস্থলে চাকরিহারাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। চাকরিহারা শিক্ষকদের মন্তব্য, ‘আসলে সব শাসকের রঙই এক। এখানে আমরা পুলিশের লাঠি খেয়েছি, লাথি খেয়েছি। আমরা কোনও পার্টি অফিসে ঢুকবো বলে আন্দোলন করছি না। নিজেদের চাকরিটা ফেরত নিয়ে স্কুলে ফিরব বলেই আন্দোলন চালাচ্ছি।’
বিরোধী দলনেতার দাবি, ‘এই সমস্যার সমাধান মমতার কাছে আছে। যোগ্যর তালিকা ফেলে দিন। সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্যর তালিকা এনেছি। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবে। এরা যোগ্য-অযোগ্য বাছাই করছে না, কারণ হাতেনাতে ধরা পড়ে যাবে। তাহলে সরকার অ্যাডমিট করে নেবে যে, ওরা অযোগ্যদের সার্ভিসে নিয়েছিল। এটা একটা ক্রিমিনাল অফেন্স।’
পাশাপাশি তিনি শিক্ষকদের মনে করিয়ে দেন, দিল্লি পুলিশের হাতে ৮ ফুটের লাঠি রয়েছে। এ দিন শুভেন্দু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘তৃণমূলের দালালরা যাচ্ছে। ওই মেহবুব বলে ছেলেটাকে নিয়ে যাচ্ছে তো? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করছিল। ওসব ড্রামাবাজি জানা আছে।’ দিল্লি পুলিশের লাঠির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দিল্লি পুলিশের লাঠির সাইজ আট ফুট।’
More Stories
মুর্শিদাবাদে কত বাড়ি ক্ষতিগ্রস্ত?দ্রুত সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ মুখ্য সচিবের
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি
ডুয়ার্সের পর্যটন শিল্পে নতুন পালক! খুলে গেল পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান