সময় কলকাতা ডেস্ক:- অনুপ্রবেশকারী ধরতে বাংলা নববর্ষের প্রথম দিনে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা থেকে নদিয়ার গেদে পর্যন্ত ৮-১০ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে ভুয়ো পাসপোর্ট বানিয়ে এ রাজ্যে বসবাসের অভিযোগে ওই তল্লাশি চলছে।
সম্প্রতি জাল পাসপোর্ট কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিয়েছে লালবাজারের গোয়েন্দা দফতর। ১৩০ পাতার চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। তাদের পলাতক বলে উল্লেখ করা হয়েছে। বাকি দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই তদন্তকারীদের নজরে তাঁদের পাসপোর্টগুলি। ইডির অভিযোগ, বেশিরভাগ পাসপোর্টই ভুয়ো। মোটা টাকার বিনিময়ে সীমান্ত এলাকাগুলিতে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি হয়েছিল। যে সব এজেন্টরা এই কাজ করতেন, তাঁদেরই মূলত স্ক্যানারের আওতায় এনে তদন্ত হচ্ছে। মঙ্গলবার, পয়লা বৈশাখের দিন ইডি আধিকারিকরা এই বিষয়ে আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বিরাটিতে একজনের হদিশ মিলেছে। বাংলাদেশ থেকে আসা ওই ব্যক্তির একাধিক নামে পাসপোর্ট রয়েছে বলে ইডির অভিযোগ। কলকাতার বেকবাগানে এক এজেন্টের বাড়িতেও চলছে তল্লাশি। নদিয়ার গেদে সীমান্তেও অনুপ্রবেশকারীদের ধরতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
More Stories
মুর্শিদাবাদে কত বাড়ি ক্ষতিগ্রস্ত?দ্রুত সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ মুখ্য সচিবের
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি
ডুয়ার্সের পর্যটন শিল্পে নতুন পালক! খুলে গেল পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান