সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও জঙ্গি হামলা এবং তার পরবর্তী ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে উত্তেজনার হ্রাস নেই ভারত পাকিস্তানের। সেই উত্তেজনার বসেই হায়দ্রাবাদে করাচি বেকারি বলে একটি বেকারির উপর হামলা চালালো হিন্দুত্ববাদীরা। হামলাকারীদের এলার্জি মূলত “করাচি” নামটির উপরে।
উল্লেখ্য, হায়দ্রাবাদে বেকারি ব্রান্ড করাচি একটি বহু পুরনো ব্রান্ড। পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে আসা একটি হিন্দু পরিবার হায়দ্রাবাদে এই বেকারি ব্রান্ডের প্রবর্তক। আগামাথা কিছু না জেনে পাকিস্তান বিরোধী জনতা এই ব্রান্ডের বেকারি দোকানগুলির আউটলেটগুলিতে হামলা চালায়।
এরপর হিন্দুত্ববাদীদের বিড়ম্বনায় ফেলতে পাকিস্তানের নেটিজেনরা তাদের সামাজিক মাধ্যমে পাকিস্তানে ভারতীয়র যে বোম্বাই বেকারি আছে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানে কারবার চালানো বোম্বাই বেকারি কিছুদিন আগে ১০০ বছর পূর্ণ করল। বোম্বাই বেকারি কেক পাকিস্তানের খুবই জনপ্রিয়।


More Stories
পার্কস্ট্রিট হত্যাকাণ্ড : ভিনরাজ্য থেকে গ্রেফতার দুই খুনি
পরপুরুষের সাথে সম্পর্ক? রিলমেকার খুন স্বামীর হাতে
SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন