Home » শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত!

শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত!

সময় কলকাতা ডেস্ক:- শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত। বুধবার, বারাসাতে শুভেন্দু কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে অংশ নিতে আসাকে কেন্দ্র করে শহরে বিজেপির কাটআউট ও দলীয় পতাকা লাগানো হয়। বিজেপির সেই পতাকার উপর তৃণমূল নিজেদের পতাকা লাগিয়ে দেয়, এমনিই অভিযোগ ওঠে। এই নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে।

সভাস্থলে বিজেপির পতাকার উপর তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগকে ঘিরে শুরু হয় বিতর্কের। বিজেপির দাবি, বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির সভাস্থলের পতাকার উপর তৃণমূলের পতাকা টাঙানো হয়। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই তা খুলে ফেলেন তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ তুলেছে দুই পক্ষই।

একদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা মারধর করেছে। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেত্রী নীলিমা মণ্ডল পাল্টা অভিযোগ তুলেছেন বিরোধী দলের ওপর। অপরদিকে বিজেপি সভাপতি অনির্বাণ বিশ্বাস দাবি করেন, মারধরের কোনও ঘটনা ঘটেনি, শুধু পতাকা সংক্রান্তই বিভ্রান্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ।

About Post Author