Home » ইরানে না গিয়ে এএফসির পক্ষ থেকে কড়া শাস্তি পেল মোহনবাগান

ইরানে না গিয়ে এএফসির পক্ষ থেকে কড়া শাস্তি পেল মোহনবাগান

সেপাহান এফসির বিরুদ্ধে ইরানে ম্যাচ খেলতে না যাওয়ার শাস্তিস্বরূপ মোহনবাগানের বিরুদ্ধে  সিদ্ধান্ত কড়া নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। এই মরশুমে আর এসিএল খেলতে পারবে না সবুজ মেরুন।

এবার বিদেশিদের ভিসা সমস্যা সঙ্গে কূটনৈতিক ইস্যু ছিল। ফলে প্রথম থেকেই এই ম্যাচ খেলতে যাওয়ায় আপত্তি ছিল মোহনবাগানের।এএফসির কাছে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিল মোহনবাগান। শেষপর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।

এএফসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গ্রুপ সি’তে সেপাহানের বিরুদ্ধে ম্যাচের আগে ইরানের ইস্ফাহানে মোহনবাগান না পৌঁছনোয় ধরে নেওয়া হচ্ছে, তারা সরে দাঁড়িয়েছে।’ তাদের আইনের একাধিক ধারা তুলে জানানো হয়েছে মোহনবাগানের পূর্ববর্তী ম্যাচটিও বাতিল করা হয়েছে। আহালের বিরুদ্ধে ঘরের মাঠে সেই ম্যাচে মোহনবাগান হেরে গিয়েছিল।

গত মরশুমের একই ঘটনা ঘটেছিল। তবে তখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। তাই প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে দল পাঠানো হয়নি। এবারও বিদেশি এবং স্বদেশী ফুটবলাররা নিরাপত্তার কারণে ইরানে যেতে চায়নি। শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে তাঁরা। ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়।

 

কয়েকদিন আগে মোহনবাগানের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়,  ‘ফুটবলার কর্মকর্তা এবং সহায়ক কর্মীদের নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেয় ক্লাব। আমাদের খেলোয়াড় এবং তাঁদের পরিবার ইরান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।’ জানানো হয়েছে, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট –এর দ্বারস্থ হচ্ছে মোহনবাগান।

About Post Author