Home » কেন বাংলাদেশের মুস্তাফিজুরকে না রাখার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের?

কেন বাংলাদেশের মুস্তাফিজুরকে না রাখার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের?

প্রবীর মুখার্জী,সময় কলকাতা , ৩ জানুয়ারি :  বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এর পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে সই করানোর সুযোগ পাবে কেকেআর । মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের কথাও জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। ভারত-বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাবই কি আইপিএলে? আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিল নাইট শিবির। আইপিএলের অন্যতম সফল বোলার মুস্তাফিজুর। বাংলাদেশের বাঁহাতি পেসার ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। সে কথা মাথায় রেখেই দলের বোলিং শক্তিশালী করার জন্য মুস্তাফিজুরকে দলে নিয়েছিলেন বেঙ্কি মাইসোরেরা। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর তাঁকে আর খেলাতে পারবে না শাহরুখ খানের দল। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নেই বললেই চলে। ২০০৯ সাল থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা বন্ধ করে দিয়েছে বিসিসিআই। গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত-পাক ক্রিকেট সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও কি একই অবস্থান নিল বিসিসিআই? মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে। এই নির্দেশের বৃহত্তর প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক সম্পর্কে।বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির  সিদ্ধান্ত সাময়িক না দীর্ঘমেয়াদি- তা অবশ্য সময়ই বলবে।।

About Post Author