সময় কলকাতা ডেস্ক : ভোরের আলো ফোটার আগেই গঙ্গাসাগরে ফুটে উঠল করোনা বিধিভঙ্গের ছবি। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে পুণ্যস্নানের আশায় । তবে কারো মুখে ছিল না কোন মাস্ক । মানা হল না শারীরিক দুরত্ববিধিও ।মকর সংক্রান্তির মাহেন্দ্র ক্ষণে পুণ্যস্নান করার জন্য বহু তীর্থযাত্রীর সমাগম ঘটে গঙ্গাসাগরে। এমনই চিত্র ধরা পড়ল গঙ্গাসাগার মোহনায়। ভোর থেকেই পূণ্যার্থী ও সাধু সন্তরা স্নান সারেন গঙ্গা সাগরের জলে।এই পূণ্যার্থী ও সাধু সন্তরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।এমনিতেই গঙ্গা সাগর মেলাকে বলা হয় মিনি ভারতবর্ষের এক রেপ্লিকা। যদিও এবার করোনার কারণে সমাগম হয়েছে অনেকটাই কম।কিন্তু তবুও করোনা বিধি লঙ্ঘনের ছবিটাই প্রকট হল।
যদিও করোনা মহামারীর তৃতীয় ধাপে হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত করার কথা ছিল। রাজ্য সরকারের প্রচেষ্টা থাকা সত্ত্বেও মানলেন না বেশির ভাগই তীর্থ যাত্রীই। রাজ্য প্রশাসনের নির্দেশ ছিল গঙ্গাসাগরের মধ্যে যে সকল তীর্থযাত্রী যাবেন তাদের ডবল ভ্যাকসিনের শংসা পত্র দেখানো এবং rt-pcr টেস্ট বাধ্যতামূলক। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাগর মেলায় হাজির হলেন শয়ে শয়ে তীর্থ যাত্রী।
সবমিলিয়ে গঙ্গাসাগর মেলায় প্রশাসনের নজরকাড়া ভূমিকা লক্ষ করা গেলেও তা এড়িয়ে গেলেন বেশির ভাগ তীর্থ যাত্রী থেকে সাধু সন্তরা ।আর সেই আশঙ্কাতেই প্রমাদ গুনছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। তাদের আশঙ্কা এবারের এই গঙ্গা সাগর মেলাই না করোনার সুপার স্প্রেডার না হয়ে দাঁড়ায় সারা দেশে।কারন গত বছরের কুম্ভ মেলা থেকেই সংক্রমণ ছড়িয়ে ছিল। যা সুপার স্প্রেডার ভিলেনের তকমা পেয়েছিল।
More Stories
গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দিচ্ছে নৈহাটির ‘বড়মা’ পুজো কমিটি
আগামীকালই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, পুণ্যার্থীদের জন্য বিশেষ ট্রেন
Arsenal and Liverpool: লিগ কাপে বড় জয় লিভারপুল ও আর্সেনালের