সময় কলকাতা ডেস্কঃ ফের উত্তপ্ত অর্জুন গড় ভাটপাড়া। বাড়ির সামনেই তৃণমূল নেতাকে গুলি করল দুষ্কৃতিরা।ঘটনাটি ঘটেছে ভাটপাড়া এলাকায় ফিঙ্গাপাড়া বটতলার কাছে। বুধবার সকাল ৭টা ৪০মিনিট নাগাদ ভাটপাড়া থানার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের ফিঙ্গাপাড়া বটতলা যুবকবৃন্দ ক্লাবের কাছে তৃণমূল নেতা অসীম রায়কে গুলি করা হয়ে বলে অভিযোগ।যদিও গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু মাথায় আঘাত লাগে ওই তৃণমূল নেতার।

তৃণমূল নেতা অসীম বাবু জানান, এদিন তিনি রথতলা বাজারে, পার্টি অফিসে যাবার জন্য বাড়ির থেকে রওনা দেন। ঠিক সেই সময়, দুটি সাইকেলে তিনজন যুবক হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।তারপর অসীম বাবু পালাতে গেলে সেই দুষ্কৃতিরা তাকে তাড়া করে।এরপর, তিনি রাস্তায় পড়ে গেলে দুষ্কৃতিরা তা্র মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে।অসীম বাবু অভিযোগ করেন, বিজেপির লোকেরাই তার ওপর হামলা চালিয়েছে।

যে কোন ভোটের দামামা বাজলেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া সহ ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকা। বেশকিছু দিন আগেই ভাটপাড়ায় মলত্যাগের মতো ছোট্ট বিষয়কে কেন্দ্র করে দফায় দফায় গুলি চলার ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, ফের গুলির শব্দে কেঁপে উঠল ভাটপাড়া ৬ নম্বর ওয়ার্ডের ফিঙ্গাপাড়া। অর্জুন গড়ে বারবার এমন হিংসার ঘটনা সামনে আসায়, আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। পুরনির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি নিজেদের ক্ষমতা প্রদর্শন ও নিজেদের প্রভাব বজায় রাখার জন্য এহেন ঘটনা বারবার ঘটাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পারিবারিক সূত্রে্র খবর, ইতিমধ্যেই তারা পুলিশের কাছে ঘটনার অভিযোগ দায়ের করেছেন। দুষ্কৃতীরা এখনো পলাতক। পুলিশ ঘটনার তদন্ত করছে।


More Stories
বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে
মরিচা ঝিল, বর্তির বিল : প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ
আড়াই কিলোর পার্শে মাছ ধরা পড়ল তিস্তায়