Home » তোলাবাজির অভিযোগে, হলদিয়ার ২ শ্রমিক নেতা গ্রেফতার

তোলাবাজির অভিযোগে, হলদিয়ার ২ শ্রমিক নেতা গ্রেফতার

তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই,গ্রেফতার তৃণমুল শ্রমিক সংগঠনের ২ নেতা।পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের  সভাপতি এবং জেলা পর্যবেক্ষককে গ্রেফতার করে পুলিস। তাদের  বিরুদ্ধে  তোলাবাজির অভিযোগ পেয়েই তড়িঘড়ি গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।দীর্ঘদিন ধরেই  তৃণমূল শ্রমিক সংগঠনের এই ২ নেতা, জেলা তৃণমূল  শ্রমিক সংগঠনের  সভাপতি তাপস মাইতি এবং পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হলদিয়ার বুকে তোলাবাজির অভিযোগ আসছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের বিধানসভা ভোটে জিতে আসার পরই শীর্ষ নেতৃত্ব থেকে জেলা নেতৃত্বকে তোলাবাজি বন্ধে   কড়া বার্তা দেন।তিনি নির্দেশ দেন কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ পাওয়া মাত্র যেন তার বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেয়, কোন দল বিচার না করেই।সেই নির্দেশকে কার্যকর করতেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দুই শ্রমিক নেতাকে  তড়িঘড়ি পুলিশ গ্রেফতার করে ।

সুত্রের খবর আজই আইন মন্ত্রী মলয় ঘটক ও রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় যাচ্ছেন।এদিকে ওই দুই নেতার গ্রেফতারিতে জেলা রাজনীতিতে চাঞ্চল্য দেখ দিয়েছে। বিশেষ করে পুরসভা ভোটের আগে এই ঘটনা জেলা নেতৃত্বের কাছে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

 

About Post Author