সময় কলকাতা ডেস্ক: মালদায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ ওঠে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে মালদার কালিয়াচক থানার তিন পুলিশ কর্মী ৫২বিঘা এলাকার লেবার কমিশনার এসরাউলের শেখের বাড়িতে লুঠপাট চালায়।
এসরাউলের শেখের অভিযোগ, প্রায় ৩৪ ভরি সোনা ও বাড়িতে লেবারদের পাওনা টাকা বাবদ ২৫ লক্ষ টাকা লুট করে অভিযুক্ত তিন পুলিশ কর্মী। শুধু তাই নয় অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির মহিলাদের মারধোরও করেন তারা।
এসরাউল বাবু জানান, তাঁর বিরুদ্ধে থানাতে কোন অভিযোগ না থাকার পরও পুলিশ এহেন কান্ড করেছেন। ঘটনার পর আতঙ্কে রয়েছেন এসরাউল শেখের গোটা পরিবার। পুলিশের এমন কান্ডে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম।
অন্যদিকে মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে অস্বস্তিতে রয়েছেন মালদা পুলিশের প্রশাসনিক কর্তারা। মালদা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনিষ সরকার জানান, এই ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে ঘটনার প্রাথমিক তদন্তের পর এক এএসআই সহ তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা