সময় কলকাতা ডেস্ক : বাড়ী দখলকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের বড়ঞা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। ঘটনায় ‘অনৈতিক’ প্রভাব খাটানোর অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের ওপরে ক্ষোভে ফুঁসছে এলাকা।
সোমবার মুর্শিদাবাদের বড়ঞা থানার ডাকবাংলা এলাকার একটি বাড়ী দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ।অভিযোগ,মালিক-ভাড়াটিয়া দ্বন্দ্ব মেটাতে ‘অনৈতিক’ ভাবে ক্ষমতার অপপ্রয়োগ করছেন স্থানীয় বিধায়ক ।তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। ক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী আসলেও পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে বাসিন্দাদের উপর লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
স্থানীয়দের অভিযোগ, খড়গ্রাম থানার নগর এলাকার এক বাসিন্দা ডাকবাংলা স্টেট ব্যাংক রোডের একটি তিনতলা বাড়ি কিনেছেন বাড়ি মালিকের কাছ থেকে ন্যায্য দাম ও সমস্ত নথিসহ। ওই বাড়িটিতে এলাকার এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকার কারণে বর্তমানে সেই বাড়িটি তিনি ছাড়তে রাজি নন । বর্তমান বাড়ির মালিক জানান, একটি চুক্তি অনুসারে সোমবার বাড়িটি খালি করার কথা হয়।আর তা না হওয়ায় শুরু হয় ঝামেলা।বিধায়কের ‘অনৈতিক’পক্ষপাতে ক্ষোভ আরও বাড়ে। অশান্তি প্রবল আকার নেয়।
এলাকাবাসীর অভিযোগ, বাড়ির মালিকানা সংক্রান্ত বিবাদ আইনি বিষয় হওয়া সত্বেও সে বিষয়ে অন্যায্য পক্ষপাত করে এলাকার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এদিন ভাড়াটিয়া কে সমর্থন করে। তিনি চুক্তি অস্বীকার করে বাড়ির মালিককেই সরে যাওয়ার কথা বলেন । আর তারপরেই বিধায়ক কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা,বিধায়ক বেআইনি দাবি তুলছে বলে সরব হয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। বড়োয়া থানার পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। এলাকাবাসীর ক্ষোভ কমছে না।।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা