Home » দুয়ারে রেশনের পরিকাঠামো নেই, ধর্নায় রেশন ডিলাররা

দুয়ারে রেশনের পরিকাঠামো নেই, ধর্নায় রেশন ডিলাররা

সময় কলকাতা ডেস্ক:  দুয়ারে রেশন ব্যবস্থার কোন পরিকাঠামো নেই ডিলারদের।তাই পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করেই চালু করতে হবে দুয়ারে রেশন প্রকল্প। এই দাবিতে, রবিবার কাঁথি মহকুমা খাদ্য দপ্তরে ধর্নায় বসলেন রেশন ডিলাররা। তাঁদের অভিযোগ, দুয়ারে রেশন নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষনা ও খাদ্য দপ্তরের নিয়মের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।তাঁরা কিভাবে এই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবেন বুঝতে পারছেনা। তাই পরিকাঠামো তৈরির দাবিতে এদিন ডিলারেরা ধর্নায় বসেন।

আন্দোলনকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রেশন দোকান থেকে ৫০০ মিটার দুরত্বের মধ্যে দুয়ারে রেশনের ব্যবস্থা চালু করার জন্য।কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে খাদ্য দপ্তর তার থেকে প্রতিটি এলাকায় দুয়ারে রেশনের ব্যবস্থা করতে বলছে।পাশাপাশি মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন ব্যবস্থার জন্য দুজন করে লোক নিয়োগের প্রস্তাবনা দিয়েছিলেন।কিন্তু সেই প্রস্তাবনা এখনো লিখিত আকারে কোন ডিলারের কাছে পৌঁছয়নি।রেশন সামগ্রী ৪০০ জনের মধ্যে বিলি করতে গেলে আমাদের প্রতি মাসে ৭২ হাজার টাকা খরচ পড়বে।সেখানে আমাদের আয় হবে ৩০ হাজার টাকা। ফলে আমাদের বিপুল ক্ষতি হবে।”

 

 

About Post Author