সময় কলকাতাঃ বোমা-বন্দুক দেখিয়ে বাড়ি থেকে অপহৃত সিপিএম নেত্রী । বাড়িতে এসে বোমা-বন্দুক দেখিয়ে সিপিএমের ওই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয় বলে অভিযোগ । দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘির রাধাকান্তপুর ভদ্রপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্যা রেণুকা নাইয়াকে অপহরণের অভিযোগ ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে । জানা গিয়েছে, ওই ৪ দুষ্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন ৩ মহিলাও । ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।ঘটনার প্রতিবাদে রবিবার সকালে সিপিএম কর্মী-সমর্থকরা রাধাকান্তপুরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন ।অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। দোষীদের গ্রেপ্তারের আশ্বাসে এদিনকার মতো অবরোধ ওঠে।
পঞ্চায়েত সদস্যা রেণুকা নাইয়ার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে এলাকার তিন মহিলা তাঁদের বাড়িতে হাজির হন । এরপরই তাঁরা রেণুকা নাইয়ার খোঁজ করতে থাকে ।তিনি বেরিয়ে এলেই ওই মহিলারা রেণুকাদেবীর উপর চড়াও হয়। সঙ্গে যোগদেয় চার দুষ্কৃতী । এরপরই দুষ্কৃতীরা বন্দুক ও বোমা দিয়ে পরিবারের সবাইকে ভয় দেখাতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই তারা রেণুকা নাইয়াকে তুলে নিয়ে যায় । এরপরই ওই পঞ্চায়েত সদস্যার পরিবার রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করন ।পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সিপিএমের অভিযোগ,তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে । যদিও সিপিএমের অভিযোগ ভিত্তিমীন বলে দাবি করেছে তৃণমূল ।
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭