সময় কলকাতা ডেস্ক : বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মদ্যাপদের। প্রতিবাদ করায় বেধড়ক মারধর শাসক দলের যুব নেতাকে। এই ঘটনাকে কেন্দ্রকরে মালদার মথুরাপুরের চৌরঙ্গী মোড় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। মদ্যপদের মারে জখম হন মানিকচক ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি ইমরান হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বেশ কিছু যুবক মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল । অভিযোগ তারা ট্রাফিক আইন অমান্য করে মথুরাপুরের চৌরঙ্গী মোড় এলাকায় দ্রুতগতিতে বাইক চালিয়ে যাছিল। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল মালদার মানিকচক ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি গাড়ি।মদ্যপ যুবকরা সভাপতির গাড়িতে ধাক্কা মারে। চোখের সামনে নিজের গাড়িতে মদ্যপদের গাড়ির ধাক্কা মারার পর মানিকচকের যুব সভাপতি ঘটনার প্রতিবাদ করেন।আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মদ্যপ যুবকরা।বাদানুবাদে জড়ান তারা। যুব সভাপতি ইমরান হাসানের দাবি, প্রতিবাদ করতেই ওরা আমার উপর চড়াও হয়।বেধরক মারধর করে । মুখ সহ গোটা শরীর আঘাত লাগে তাঁর। হামলা চালানোর পর ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয় দুষ্কৃতীরা। জখম অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃনমুলের যুব সভাপতি কে।প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। সোমবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইমরান হাসান।
মানিকচক ব্লক সভাপতি ইমরান হাসান বলেন, রবিবার সরস্বতী পূজো উপলক্ষে শহরের সপরিবারে প্রতিমা দেখতে বেরিয়ে ছিলাম। মথুরাপুর চৌরঙ্গীমোড় এলাকায় বেশ কয়েকজন যুবক বাইক নিয়ে দৌরাত্ম করছিল। আমার গাড়ি রাস্তার ধারে ছিল।সেই গাড়িতে ওরা ধাক্কা মারে।কেন গাড়ীতে এসে এ ভাব তারা ধাক্কা মারল তা নিয়ে প্রশ্ন করতেই,ওরা আমার উপর চড়াও হয় এবং মারধর করে।অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করলেও গ্রেপ্তার হয়নি কেউ।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ