Home » হাঁসের হাতে মুরগি খুন, বিচার চেয়ে থানার দ্বারস্থ বৃদ্ধ

হাঁসের হাতে মুরগি খুন, বিচার চেয়ে থানার দ্বারস্থ বৃদ্ধ

সময় কলকাতা ডেস্ক: ঘটনাবহুল এ বিশ্ব, প্রতিনিয়ত বিভিন্ন বিস্ময়কর ঘটনা ঘটেই চলেছে। কিন্তু এমন ঘটনা কি শুনেছেন কখনো? হাঁস খুন করেছে মুরগিকে? হয়তো ভাবছেন এটা মজা করে বলা হচ্ছে। কিন্তু না, ঘটনাটি একেবারেই সত্য। চাচার মুরগি খুন হয়েছে ভাইপোর হাঁসের হাতে।  এই খুনের বিচার চেয়ে সটান থানায় হাজির মুরগির মালিক ওই বৃদ্ধ। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশিপুর থানার চালতাবেড়িয়া পঞ্চায়েতের বামুনিয়া গ্রামের ঘটনা । বামুনিয়া গ্রামের বুদ্ধি পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী মোল্লার দীর্ঘদিনের মুরগি পোষার শখ। ছোট খাটো সংসার, স্ত্রী তসলিমা বিবি এক ছেলে ছাড়া সংসারে দুটি গরু আর কয়েকটি মুরগি তিনি সযত্নে লালন পালন করে আসছেন। মোহাম্মদ আলী মোল্লার অভিযোগ তার বাড়ির পাশেই ভাইপো শরিফুল মোল্লার বাড়ি। তার মুরগি পোষা দেখে ভাইপো মাঝেমাঝেই হিংসায় ঝগড়া করত। মোহাম্মদ আলী মোল্লার মুরগি পোষা দেখেই তার ভাইপো “পেরি “হাঁস পোষা শুরু করে। আর এই পেরি হাঁস স্বভাবের দিক দিয়ে খুবই হিংস্র। যখনই বৃদ্ধের মুরগি ভাইপোর উঠোনে উঠে আসে তখনই এই হাঁসগুলি মুরগিকে আক্রমণ করে।

বুধবার দুপুরে একটি মুরগি ভাইপোর উঠানে যাওয়ার পরেই, ওই মুরগিকে আক্রমণ করে ক্ষত বিক্ষত করে দেয় পেরি হাঁসের দল। বৃদ্ধর আরও অভিযোগ যখন তার মুরগিকে হাঁস আক্রমণ করে মেরে ফেলছিলো তখন তার নিজের ভাইপো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। পাশাপাশি হুমকিও দিয়েছে যে বাকি মুরগি গুলোকে হাঁস দিয়ে মেরে ফেলা হবে।

হাঁসের হাতে মুরগি খুন হওয়ার পর মোহাম্মদ আলীমোল্লা পাড়ার মুরুব্বী এবং স্থানীয় উপপ্রধান আবেদ আলীর কাছে যান বিচার চাইতে সেখানে বিচার না পেয়ে তিনি কাশিপুর থানার বড় বাবুর কাছে অভিযোগ জানান।
মোহাম্মদ আলী মোল্লার দাবি, তাঁর মুরগি কয়েকদিনের মধ্যেই ডিম পাড়াত, দু’বছর কম করে ৫০০ ডিম দিত ওই মুরগি। ফলে এই সমস্ত টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।মোহাম্মদ আলী মোল্লার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে কাশিপুর থানার পক্ষ থেকে দুপক্ষকেই ডাকা হয়। দীর্ঘক্ষন বৈঠকের পর অবশেষে একটি নির্দিষ্ট টাকা ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা হয় এবং আগামী দু’দিনের মধ্যে সেই ক্ষতিপূরণের টাকা ভাইপো তার চাচা কে প্রদান করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

About Post Author