Home » তৃণমূলের বিভ্রান্তি মূলক তালিকার গেরোয় প্রার্থী, মনোনয়ন দিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

তৃণমূলের বিভ্রান্তি মূলক তালিকার গেরোয় প্রার্থী, মনোনয়ন দিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

সময় কলকাতাঃ রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই বিভিন্ন দলের পক্ষ  থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারপরই জেলার বিভিন্ন প্রান্তে শাসক দল সহ বিরোধী দলের টিকিট না পাওয়া দলীয় কর্মীরা বিক্ষোভে সামিল হয়।মঙ্গলবার সেই রকমই জলপাইগুড়ি পৌরসভার বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনুগামীরা । ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি জেলাশাসকের বাংলো সংলগ্ন এলাকায় ।  জলপাইগুড়ি পৌরসভার তৃণমূলের দেওয়া প্রথম প্রার্থী তালিকায় ১ নং ওয়ার্ডে নাম ছিল আদি তৃণমূল নেতা মলয় ব্যানার্জীর । এরপর প্রকাশিত হয় নতুন তালিকা । কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যায় সেই তালিকায় মলয় ব্যানার্জীর বদলে নাম আছে নীলম শর্মার । এতেই ক্ষুব্ধ হন মলয় ব্যানার্জী । তাই মঙ্গলবার বেলা ২. ৩০ নাগাদ নির্দল প্রার্থী হিসেবে মহকুমা শাসকের অফিসে তার অনুগামীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান তিনি ।

এরপরই পুলিশের বাধার মুখে পড়তে হয় তাকে । কিছুক্ষণের মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় অনুগামীদের । এর প্রতিবাদেই শুরু হয় বিক্ষোভ । পরে অবশ্য মনোনয়নপত্র জমা দিতে পারেননি তিনি । এদিন কোর্টের দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন মলয় ব্যানার্জি ওরফে শেখরবাবু । তবে এই ঘটনা নিয়ে এদিন মলয় ব্যানার্জি মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু  হয়েছে।

About Post Author