Home » কেন পালন করা হয় টেডি ডে?

কেন পালন করা হয় টেডি ডে?

সময় কলকাতা ডেস্ক : ১০ ফেব্রুয়ারি, আজ ভালোবাসার সপ্তাহের চতুর্থ দিন। আজ টেডি ডে। ভালোবাসার সম্পর্ককে মজবুত ও দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে পালন করা হয় আজকের দিনটি। আপনার পছন্দের টেডি প্রিয় মানুষকে উপহার দিন আর ভালোবাসায় ভরিয়ে রাখুন প্রিয় মানুষকে। তবে কেন পালন করা হয় আজকের দিনটি, এর নেপথ্য রয়েছে একটি অজানা কাহিনী।

১৯০২ সাল। নভেম্বর মাস। কনকনে ঠাণ্ডায় মিসিসিপিতে শিকারে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। কিন্তু সারাদিন ঘুরেও শিকার করতে পারেননি রুজভেল্ট। ভরা রাইফেল নিয়েই ফিরতে হচ্ছিল তাঁকে।তখন প্রেসিডেন্টকে খুশি করতে এক লুসিয়ানিয়া কালো ভল্লুক ছানাকে ধরে আনেন তাঁর সঙ্গীরা। কিন্তু সেই ছানাটিকে দেখে মায়ায় পড়ে যান তিনি। ছানাটিকে মারতে পারেন না রুজভেল্ট। ছোট্ট ছানাটিকে ছেড়ে দেন তিনি।

‘ড্রইং দ্য লাইন ইন মিসিসিপি’ কার্টুনে এই গল্পটা তুলে ধরা হয়। সেখানে আঁকা হয় টেডি হাতে রুজভেল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর সেই ছবি দেখে খেলনার দোকানের মালিক মরিস মিচম বানিয়ে ফেলেন একটি টেডি বেয়ার। এরপর সেটি দোকানের পাশে টাঙিয়ে রেখেছিলেন। যা দেখে দোকানে ভিড় জমতে শুরু করে। আর তার পর থেকেই বাড়তে থাকে টেডি বেয়ারের চাহিদা। আইডিয়াল টয় কোম্পানি টেডি বেয়ার বানানো শুরু করে। যার জনপ্রিয়তা চির অমলিন।

About Post Author