তমশ্রী রুদ্রঃ ফেব্রুয়ারির ৭ থেকে ১৪ এই এক সপ্তাহ জুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন উইক। এই সপ্তাহের প্রত্যেকটি দিন কোন না কোন একটি বিশেষ নামে পরিচিত। আসুন জেনে নেওয়া যাক কোন দিনের আলাদা কি বিশেষত্ব আছে,
৭ ই ফেব্রুয়ারী – রোজ ডে
৮ ই ফেব্রুয়ারী – প্রপোস্ ডে
৯ ই ফেব্রুয়ারী – চকোলেট ডে
১০ ই ফেব্রুয়ারী – টেডি ডে
১১ ই ফেব্রুয়ারী – প্রমিস্ ডে
১২ ই ফেব্রুয়ারী – কিস্ ডে
১৩ ই ফেব্রুয়ারী – হাগ্ ডে
১৪ ই ফেব্রুয়ারী – ভ্যালেন্টাইন ডে
এই সপ্তাহের বিভিন্ন দিনে কাছের মানুষের কাছে নিজের ভালোবাসা জাহির করার জন্যে বিশেষ ভাবে পালন করা হয়।এই দিনগুলিতে আপনিও আপনার কাছের মানুষকে খুশি করুন। পছন্দের মানুষের পছন্দের গিফ্ট তো থাকছেই। তার সাথে এই বিশেষ দিনগুলির বিশেষ ট্রেন্ডি গিফট দিয়ে কাছের মানুষের মন জয় করুন। হৃদয়ের কাছে থাকুন, ভালবাসায় থাকুন।
More Stories
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে
জায়গা হয়নি ছেলের সংসারে, বৃদ্ধাশ্রমে গিয়েও নির্যাতনের শিকার বৃদ্ধা!