সময় কলকাতা ডেস্ক : আই পি এলে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস কিনে নিল বাঙলার তরুণ অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়কে। গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া সাফল্যের পুরস্কার মিলল। আই পি এল ১৫ -র নিলামের দ্বিতীয় দিনে কুড়ি লক্ষ টাকায় বারাসাতের দক্ষিণপাড়ার বাসিন্দা, বাঙলার প্রতিশ্রুতিমান ক্রিকেটার ঋত্বিককে কিনে নেয় পাঞ্জাব।।
আইপিএলে পাঞ্জাবে বারাসাতের ঋত্বিক

More Stories
২০৩৬ এর অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে ভারতে!
কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট
সন্তোষ জয়ী ফুটবলারদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা