Home » আইপিএলে পাঞ্জাবে বারাসাতের ঋত্বিক

আইপিএলে পাঞ্জাবে বারাসাতের ঋত্বিক

সময় কলকাতা ডেস্ক : আই পি এলে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস কিনে নিল বাঙলার তরুণ অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়কে। গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া সাফল্যের পুরস্কার মিলল। আই পি এল ১৫ -র নিলামের দ্বিতীয় দিনে কুড়ি লক্ষ টাকায় বারাসাতের দক্ষিণপাড়ার বাসিন্দা, বাঙলার প্রতিশ্রুতিমান ক্রিকেটার ঋত্বিককে কিনে নেয় পাঞ্জাব।।

About Post Author