Home » রাস্তা মেরামতের কাজ বন্ধ করে বিক্ষোভ মহেশতলায়

রাস্তা মেরামতের কাজ বন্ধ করে বিক্ষোভ মহেশতলায়

সময় কলকাতা ডেস্কঃ ভোট আসে ভোট যায় বদলায় সময়, বদলায় প্রতিশ্রুতি। কিন্তু মহেশতলা মন্ডল পাড়া এলাকায় রাস্তার বেহাল অবস্থার কোন পরিবর্তন হয় না । দীর্ঘ তিন বছর ধরে রাস্তার এই অবস্থার কোন উন্নতি নেই। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় কোন টোটো অটো চলাচল করতে পারে না। এমনকি এলাকাবাসীদের সাইকেলে যাতায়াত করতেও যথেষ্ট বেগ পেতে হয়। মহেশতলা পুরসভার মন্ডল পাড়া এলাকার এই রাস্তা আদতে কোন ওয়ার্ডের অন্তর্গত তাই নিয়েই তর্জা চলতে থাকে। কিন্তু রাস্তার উন্নয়ন হয় না। দীর্ঘ তিন বছর পর পুরসভা ভোটের আগে রাস্তা মেরামতের কাজে লাগে মহেশতলা পুরসভা। স্থানীয়রা সেই রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দেন । এর পরই শুরু হয় পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ।

স্থানীয়দের দাবি, ভোটের আগে রাস্তা মেরামতির কাজ করা যাবে না। আগে রাস্তা মেপে চিহ্নিত করা হোক, রাস্তার কতটুকু অংশ কোন ওয়ার্ডের মধ্যে পরে। তা না হলে ভোট শেষ হয়ে গেলে ওয়ার্ডের কাউন্সিলররা আবার সেই একই কথা বলবেন। কেউই স্বীকার করবে না এই রাস্তা তার ওয়ার্ডের অন্তর্গত। পুরসভা থেকে কাজ করতে আসা ঠিকেদার ও তাদের শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। এরপর তাকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ।

তাদের প্রশ্ন, এতদিন কেন রাস্তা মেরামতির কাজ শুরু হয় নি? ভোটের আগে রাস্তা মেরামত করতে কেন তৎপর পুরসভা? একইসঙ্গে তারা জানিয়েছে, এই রাস্তা আরো উঁচু করতে হবে ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে হবে ভোটের স্বার্থে এইভাবে জোড়াতালি দিয়ে রাস্তা তারা করতে দেবে না । কারণ এক পসলা বৃষ্টি হলেই রাস্তা আবার ডুবে যাবে, তাই আগে জায়গা ডিমারকেশন করতে হবে রাস্তাটি কোন এলাকার কতটা । তাদের দাবি, রাস্তা পিচ দিয়ে ঢালাই করতে হবে, এই প্রতিশ্রুতি পেলে তবে তারা রাস্তা করতে সন্মতি দেবেন।

About Post Author