Home » শুট আউট, প্রাণ গেল পেট্রোল পাম্প মালিকের

শুট আউট, প্রাণ গেল পেট্রোল পাম্প মালিকের

সময় কলকাতা ডেস্কঃ  প্রতিদিনের মতো সোমবারও রাত ১১ টা নাগাদ পেট্রোল পাম্প বন্ধ করে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন পাম্পের মালিক কমলকান্তি দে ওরফে রাজা। কিছুটা পথ আসতেই কিছু দুষ্কৃতী তাঁর বাইকটিকে থামায়। তারপরই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ঘটনাটি ঘটেছে বীরভূমের অন্তর্গত ময়ূরেশ্বরের সারদা মোড়ে। মোট চারটে গুলি তাঁর পিঠে লাগে। চার-চারটি গুলিতে মূলত ঝাঁজরা হয়ে গিয়েছিল ওই পেট্রোলপাম্পের মালিকের দেহ।

গুলির আওয়াজে আশেপাশের স্থানীয়রা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রাজবাবু। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ।তড়িঘড়ি তারা দেহটি উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কোনো ব্যবসায়িক শত্রুতা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের প্রাথমিক অনুমান পরিকল্পনা করেই খুন করা হয়েছে। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীদের এখনো চিহ্নিত করা যায়নি। পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি সাইথিয়া আনচালিয়া ময়দানের বাসিন্দা।  এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকাজুড়ে। এই ঘটনায় আতঙ্কের ছায়া গোটা এলাকায়।

About Post Author