Home » রায়দিঘীতে খাঁচা বন্দি দক্ষিণরায়

রায়দিঘীতে খাঁচা বন্দি দক্ষিণরায়

সময় কলকাতা ডেস্কঃ রায়দিঘীতে খাঁচা বন্দি হল এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটির বয়স ৭ থেকে ৮ বছর। মাসখানেক ধরে রায়দিঘীর দমকল এলাকার বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। অনুমান করা হচ্ছে, বনকর্মীদের পাতা জালে এই বাঘটিই ধরা পড়েছে। বাঘ ধরা পড়ার খবর শুনে খুশি স্থানীয় বাসিন্দারা।

বাঘটিকে ধরতে ছাগলের টোপ দেওয়া হয়। অবশেষে দমকলের ভুবনেশ্বরী চড়ায় জঙ্গলের মধ‍্যে খাঁচায় ধরা পড়ে বাঘটি। বর্তমানে বাঘটির স্বাস্থ্যপরীক্ষা করার জন‍্য নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করার পর বাঘটিকে ছাড়া হবে সুন্দরবনের গভীর অরণ‍্যে।

এ নিয়ে রায়দিঘীর রেঞ্জার স্বপন মন্ডল বলেন, “বাঘটি যাতে লোকালয়ে না ঢুকতে পারে তার জন‍্য সবরকম চেষ্টা চালানো হয়েছিল। এজন্য জঙ্গল ও লোকালয় এলাকায় গুরুত্ব সহকারে নজরদারি চালানো হয়। বাঘটি সুস্থ ও স্বাভাবিক থাকলে দ্রুত জঙ্গলে ছাড়া হবে।

About Post Author