সময় কলকাতা ডেস্ক: আনিস খানের মৃত্যুতে তদন্তে সহযোগিতার বদলে রাজ্যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করতে চাচ্ছে বিরোধীরা। বুধবার ডায়মন্ডহারবারে নির্বাচনী প্রচারে দলের এক জনসভা থেকে আনিস খানের মৃত্যু নিয়ে বিরোধীদের এভাবেই আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য । ডায়মন্ডহারবার পুরসভার নির্বাচনী প্রচারে তিনি বুধবার শিবালয় মাঠে আসেন। তিনি বলেন, একটা ছেলে খুন হয়েছে তার নাম আনিস খান । আমরা প্রত্যেকে চাই তার শাস্তি হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন, তদন্তের জন্য। আর সিপিআইএম বিজেপি নেমে পড়েছে নোংরা রাজনীতি করার জন্য। একটা ছেলের মৃত্যু রহস্যের তদন্তে রাজ্য সরকারকে সাহায্য করার বদলে তারা গোটা রাজ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
সভামঞ্চ থেকে বামেদের দেবাংশুবাবু বলেন, এটা বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবসুর সরকার নয়। যে সবটা চেপে দেওয়ার চেষ্টা হবে। যদি দলের ও কেউ জড়িত থাকে। তাকে ফাঁসিকাঠে চড়াতে দু মিনিটের ও বেশি সময় লাগবেনা সবলে তিনি হুঁশিয়ারি দেন। পুরসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, ভোটে বিজেপি সিপিআইএম কোনোরকমে গন্ডোগোল বাঁধানোর চেষ্টা করছে। কিন্ত তাতে ওরা সফল হতে পারবে না। তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনও প্ররোচনায় পা দেবেন না।
দেবাংশুবাবু বলেন,এটা সেই জেলা যেখানে বিধানসভা নির্বাচনে ৩১ টা আসনের মধ্যে ৩০ টা আসন পেয়েছে তৃণমূল। এখানে জেপি নাড্ডা, অমিত শাহ ,নরেন্দ্র মোদী কে আসেননি, ডায়মন্ডহারবারকে বিশেষভাবে টার্গেট করেছিল। তারপরেও ফলাফল দেখেছেন আপনারা।পুরসভা নির্বাচনেও ফলাফলে কোনো পরিবর্তন হবে না।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
‘স্বাধীনতার অপমান’, মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবি রাহুলের!