সময় কলকাতা ডেস্ক : গোটা শীতকাল ধরে বঙ্গবাসীকে নাজেহাল করেছে বৃষ্টি। বাড়ছে তাপমাত্রা, বিদায় নিচ্ছে শীত, তবুও বৃষ্টির হাতছানি। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হতে চলেছে রাজ্য জুড়ে। আজ রাজ্যের আবহাওয়া উন্নত থাকবে। আকাশ পরিষ্কার থাকলেও কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০°সেলসিয়াস। তবে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
বেশ কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আজ কিছুটা অবস্থার উন্নতি হতে পারে। তবে আগামীকাল ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। এছাড়াও বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন অন্যান্য জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদা জেলায় কাল থেকে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বাড়বে বৃষ্টির প্রকোপ। তবে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও। কলকাতা সহ সবকটি জেলাতেই শুক্রবার বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা । শনিবার পশ্চিমের জেলাগুলিতেই বাড়বে বৃষ্টির দাপট।
More Stories
মরশুমের শীতলতম দিন কলকাতায়, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি!
ঘন কুয়াশায় ‘অন্ধ’ দিল্লি-সহ উত্তর ভারত, বাতিল ৬০ টি বিমান, বিলম্বে চলছে ৩৬০ টি!
দানার হানা, আতঙ্কে কাঁপছে বঙ্গ